নয়াদিল্লী, ২৩ সেপ্টেম্বর - নিজেদের ঘরের মাঠে নিজ দর্শকদের সামনে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পেলনা স্বাগতিক ভারত। গতকাল (২২ সেপ্টেম্বর) তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়ন্টিতে অধিনায়ক কুইন্টন ডি ককের ঝড়ে ভারতকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। ফলে প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত ও দ্বিতীয় ম্যাচ হারায় তিন ম্যাচের সিরিজ ১-১ এ সমতায় শেষ করল প্রোটিয়ারা। টসে জিতে ব্যাটিংয়ে নেমে দুই প্রোটিয়া পেসার বিউরেন হেন্ড্রিকস ও কাগিসো রাবাদার সামনে সুবিধা করতে পারেনি কোন ভারতীয় ব্যাটসম্যান। তবে শিখর ধাওয়ানের ২৫ বলে ৩৬ রানের ইনিংসে শুরুটা একবারে মন্দ হয়নি স্বাগতিকদের। কিন্তু ধাওয়ানের বিদায়ের পরেই ধস নামে ভারতীয় ব্যাটিংয়ে। একসময় ১৩তম ওভারে ৩ উইকেটে ৯০ রান থাকা ভারতীয়দের স্কোর শেষদিকের ব্যাটসম্যানদের ব্যর্থতা ও প্রোটিয়াদের অসাধারণ বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১৩৪ রানে থেমে যায়। ১৩৫ রানের ছোট টার্গেটে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের উপর রীতিমত ঝড় বইয়ে দেন দক্ষিন আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি কক। রিজা হেন্ড্রিকসকে নিয়ে ওপেনিং জুটিতেই গড়েন ৭৬ রানের জুটি। হেন্ড্রিকস ২৬ রান করে ফিরে গেলেও টেম্বা বাভুমাকে নিয়ে বাকি কাজটা শেষ করেও ডি কক। ফলে ৩.১ ওভার বাকি রেখেই মাত্র ১৬.৫ ওভারে ৯ উইকেটের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ৬ চার ও ৫ ছক্কায় মাত্র ৫২ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন ডি কক। সংক্ষিপ্ত স্কোর: ভারত: ২০ ওভারে ১৩৪/৯ (ধাওয়ান ৩৬, রোহিত ০, কোহলি ৯, পান্ত ১৯, আয়ার ৫, হার্দিক ১৪, ক্রুনাল ৪, জাদেজা ১৯, সুন্দর ৪, চাহার ০*, সাইনি ০*; ফোরটান ২/১৯, রাবাদা ৩/৩৯, বিউরান হেনড্রিকস ২/১৪, ফেলুকোয়ায়ো ০/২৮, শামসি ১/২৩, প্রিটোরিয়াস ০/৮) দক্ষিণ আফ্রিকা: ১৬.৫ ওভারে ১৪০/১ (রিজা হেনড্রিকস ২৮, ডি কক ৭৯*, বাভুমা ২৭*; সুন্দর ০/২৭, চাহার ০/১৫, সাইনি ০/২৫, ক্রুনাল ০/৪০, হার্দিক ১/২৩, জাদেজা ০/৮) ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী এন এইচ, ২৩ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2M7WO3w
September 23, 2019 at 09:59AM
23 Sep 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top