ইংলিশ প্রিমিয়ার লিগে টানা পঞ্চম জয় তুলে নিল লিভারপুল। সাদিও মানের জোড়া এবং মোহামেদ সালাহর এক গোলে নিউক্যাসলকে ৩-১ গোলে হারিয়েছে তারা। দুর্দান্ত এ জয়ে দুই রেকর্ডে নাম লিখিয়েছেন অলরেডরা। এ নিয়ে ইংলিশ লিগে সর্বোচ্চ টানা ১৪ ম্যাচে জয়ের দেখা পেল লিভারপুল। অবশ্য একই কীর্তি আছে আরো দুই দলের। ২০০২ সালে এ রেকর্ড গড়ে আর্সেনাল। আর ২০১৭ সালে একনাগাড়ে ১৪ ম্যাচে জয় ছিনিয়ে নেয় ম্যানচেস্টার সিটি। এছাড়া টানা দ্বিতীয় মৌসুমে প্রথম ৫ ম্যাচেই জয় পেল লিভারপুল। এর আগে এ কৃতিত্বও দেখিয়েছে দুই দল। ২০০৯-১০ ও ২০১০-১১ মৌসুমে এ নজির গড়ে চেলসি। আর ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মৌসুমে একই ঘটনার অবতারণা ঘটায় ম্যানসিটি। শনিবার ঘরের মাঠ অ্যানফিল্ডে শুরুতেই নিউক্যাসলকে চেপে ধরে লিভারপুল। তবে ম্যাচ শুরুর বাঁশি বাজার মাত্র ৭ মিনিট পর তাদের জালে বল জড়িয়ে সেই চাপ তাড়িয়ে দেন অতিথিরা। আতসুর বানিয়ে দেয়া বল অসাধারণ দক্ষতায় ডান পায়ের শটে ঠিকানায় পাঠান জেট্রো উইলেমস। পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় লিভারপুল। যদিও গোল পেতে একটু সময় লাগে। ২৮ মিনিটে স্বাগতিক শিবিরে স্বস্তি ফেরান মানে। রবার্টসনের কাছ থেকে বল ধরে দারুণ ক্ষীপ্রতায় দূরের পোস্ট দিয়ে নিশানাভেদ করেন তিনি। সমতায় ফিরে আত্মবিশ্বাসী হয়ে ওঠে লিভারপুল। ঝটিকা আক্রমণ দাগায় তারা। ফের সাফল্য পেয়ে যায় ঘরের দল। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে অসাধারণ এক গোলে দলকে লিড এনে দেন সেই মানে। রবার্তো ফিরমিনোর বাড়ানো বল ধরে অতিথি গোলরক্ষক দুব্রাভকাকে বোকা বানান এ সেনেগালিজ। প্রথমার্ধে ছিল লিভারপুলের আক্রমণ আর নিউক্যাসলের প্রতিরোধ। তবে দ্বিতীয়ার্ধের প্রথম ভাগে অনেকটা ঝিমিয়ে পড়ে ম্যাচ। দ্বিতীয় ভাগে তাতে প্রাণ ফিরিয়ে আনেন সালাহ। ৭২ মিনিটে ফিরমিনোর পাস থেকে দারুণ শটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। কার্যত মিশরীয় ফরোয়ার্ডের গোলেই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে যায়। বাকি সময়ে আর কোনো দলই গোলমুখ খুলতে পারেনি। শেষ অবধি ৩-১ গোলে রেকর্ড গড়া জয় নিয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন জার্গেন ক্লপের শিষ্যরা। অসাধারণ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান সুসংহত করল লিভারপুল। ম্যানচেস্টার সিটি ৪ ম্যাচ খেলে ৩ জয় ও ১ ড্র নিয়ে রইল দুইয়ে। আর ৪ ম্যাচে ২ জয়, ২ ড্রয়ে তিনে লেস্টার সিটি। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/১৫ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2UTn71g
September 15, 2019 at 05:56AM
15 Sep 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top