লন্ডন, ২৭ সেপ্টেম্বর - ঘরের মাঠে বিশ্বকাপ জেতানোর পরপরই দায়িত্ব ছেড়ে দেয়ার কথা জানিয়েছিলেন ইংল্যান্ডের হেড কোচ ট্রেভর বেইলিস। সেই মোতাবেক অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজ শেষ করেই পদত্যাগ করেছেন বিশ্বকাপজয়ী এ কোচ। ফলে এখন কোনো হেড কোচ নেই ইংল্যান্ড ক্রিকেট দলের। এরই মধ্যে নতুন হেড কোচের জন্য দৌড়ঝাপ শুরু করে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। জানা গেছে, দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও ভারতের হয়ে ২০১১ সালের বিশ্বকাপজয়ী কোচ গ্যারি কার্স্টেনকে নিজেদের নতুন কোচ বানাতে চায় ইসিবি। আর তাকে দায়িত্ব দিলে তিন ফরম্যাটেই হেড কোচ বানানো হবে। প্রতিবেদনে জানানো হয়েছে, এ সপ্তাহেই নতুন কোচ নিয়োগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলতে চান ইংল্যান্ড ক্রিকেটের পরিচালক অ্যাশলে জাইলস। নতুন কোচের পদে বোর্ডের পছন্দের তালিকায় সবার ওপরেই রয়েছে কার্স্টেনের নাম। এ পছন্দ অবশ্য ইংলিশ বোর্ডের একপাক্ষিক নয়। টেলিগ্রাফের প্রতিবেদন মতে, গ্যারি কার্স্টেন নিজেও ইংল্যান্ডের কোচের দায়িত্ব নিতে আগ্রহী। তবে কার্স্টেন চান শুধু ওয়ানডে ফরম্যাটের হেড কোচ হতে। কিন্তু ইসিবির পক্ষ থেকে তিন ফরম্যাটের জন্যই চাওয়া হবে কার্স্টেনকে। কোচ হিসেবে আন্তর্জাতিক সাফল্যে বেশ এগিয়ে কার্স্টেন। ২০১১ সালে ভারতের হয়ে জিতেছেন বিশ্বকাপ। এছাড়া দক্ষিণ আফ্রিকার কোচ হয়ে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থানে বসিয়েছিলেন নিজ দেশকে। ২০১৩ সালের পর থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগসহ (আইপিএল) নানান ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিং করিয়ে বেড়াচ্ছেন তিনি। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2mgmUIG
September 27, 2019 at 12:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top