যৌথভাবে স্বামী-স্ত্রীর সফল হওয়ার খবর আগেও পড়েছেন নিশ্চয়ই। তবে একই মুহূর্তে এক পেশায় সাফল্য ছুঁয়ে নজির সৃষ্টি করলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল স্টার্ক ও স্ত্রী হেইলি। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজ টেস্ট চলাকালীন উইকেট নেন স্টার্ক। ঠিক ওই সময়ই প্রায় ৩ হাজার কিলোমিটার দূরে একদিনের ম্যাচে বাউন্ডারি হাঁকান মিচেল স্টার্কের স্ত্রী তথা অজি মহিলা ক্রিকেট দলের সদস্যা অ্যালিসা হেইলি। গত রবিবার এক টুইটার ইউজারের দৌলতে সেই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অ্যাসেজে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে পঞ্চম দিনে বোলিং করছিলেন স্টার্ক। অন্যদিকে, অ্যান্টিগুয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ম্যাচে ব্যাটিং করছিলেন অ্যালিসা হেইলি। ক্যারিবিনায়নদের বিরুদ্ধে অর্ধশতরানও করেন স্টার্ক-পত্নী। ২০১৫ শালেড় ১৫ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন অস্ট্রেলিয়ার পুরুষ ও মহিলা দলের দুই ক্রিকেটার মিচেল স্টার্ক ও অ্যালিসা হেইলি। মাত্র ৯ বছর বয়সে এক ক্রিকেট ম্যাচে আলাপ হয়েছিল দুজনের। এরপর জেলা ক্রিকেটের জন্য একসঙ্গে খেলেছেন দুই ক্রিকেটারই। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৮:১৪/১০ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LE8WsI
September 10, 2019 at 06:19AM
10 Sep 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top