আবারও প্রীতি ম্যাচে একে অপরের মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। দুদলের দ্বৈরথ মানেই ফুটবলপ্রেমীদের কাছে এক অন্যরকম অনুভূতি। এর রয়েছে দীর্ঘদিনের ফুটবল ইতিহাস-ঐতিহ্য। যে কারণেই এটি সুপার ক্লাসিকো নামেও সমধিক পরিচিত। ১৯১৪ সালের ২০ সেপ্টেম্বর প্রথমবারের মতো একে অপরের মুখোমুখি হয় লাতিন আমেরিকার দুই ফুটবল পরাশক্তি। ওই ম্যাচে ৩-০ গোলে জয়লাভ করে আর্জেন্টিনা। সবশেষ দুদল মুখোমুখি হয় এবারের কোপা আমেরিকার সেমিফাইনালে। ঘরের মাঠে তাতে আর্জেন্টাইনদের ২-০ গোলে হারিয়ে বিদায় করে দেন ব্রাজিলিয়ানরা। শিরোপাও জেতেন সেলেকাওরা। এ দুই ম্যাচের মধ্যবর্তী সময়ে ১১১টি ম্যাচে মাঠে নেমেছে দুদল। ৪৬টিতে জিতেছে ব্রাজিল। আর্জেন্টিনা জয় পেয়েছে ৩৯টিতে। বাকি ২৬ ম্যাচ ড্র হয়েছে। এসব পরিসংখ্যানে বদল আনতেই মূলত আবারও মাঠে নামছে দুদল। আগামী ১৪ নভেম্বর সৌদি আরবের রিয়াদে গড়াবে কাঙ্ক্ষিত ম্যাচটি। সূত্র : যুগান্তর এন এইচ, ২০ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/31DqPyL
September 20, 2019 at 10:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top