মুম্বাই, ১০ সেপ্টেম্বর- মুক্তির পর সাহো সমালোচকদের তেমন খুশি করতে পারেনি। অনেকে এর গল্প ও চিত্রনাট্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে বক্স অফিস কাঁপাচ্ছে অ্যাকশন-থ্রিলারটি। মাত্র ১০ দিনে সিনেমাটি বিশ্বব্যাপী ৪শ কোটি রুপি আয় করে নিয়েছে। সাহোর টুইটার পেজ থেকে এমনটিই জানানো হয়েছে। তরুণ পরিচালক সুজিতের সাহো সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালাম ভাষায় মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন প্রভাস, শ্রদ্ধা কাপুর, নীল নিতিন মুকেশ, অরুণ বিজয়, জ্যাকি শ্রফ, চাঙ্কি পান্ডে, মন্দিরা বেদিসহ অনেকে। ৩০ আগস্ট সাহো বিশ্বব্যাপী মুক্তি পায়। মুক্তির মাত্র দুদিনেই সিনেমাটি ২০০ কোটি রুপি ঘরে তোলে। সিনেমা বিশ্লেষক শুভ্রা গুপ্তা বলেছেন, ছবির শুরুটা দুর্দান্ত। ঝকঝকে, হাই অ্যাকশন থ্রিলার। উঁচু বাড়িঘর, এতই চকচকে মনে হবে যেন সোনায় মোড়ানো। কালো পোশাকের গুণ্ডা, চোখধাঁধানো আস্তানা, লাস্যময়ী সহচর। পোশাক পরা বা পোশাক ছাড়া পুলিশ। সবাই মিলে খুঁজছে বিপুল পরিমাণ চুরি হয়ে যাওয়া অর্থ। সবার ওপরে আছেন প্রভাস। আর/০৮:১৪/১০ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34yUHhn
September 10, 2019 at 05:27AM
10 Sep 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top