মুরাদনগরে ‘আল্লাহু চত্বর’ এর শুভ উদ্বোধন

মুরাদনগর প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে আল্লাহর ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন আল্লাহু চত্বরের শুভ উদ্বোধন করা হয়েছে।

এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দৃষ্টিনন্দন আল্লাহর গুণবাচক ৯৯ নাম খচিত ‘আল্লাহু চত্বর’-এর নির্মাণকাজ সমাপ্ত হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের বাসস্ট্যান্ডের পূর্বপাশের তিন রাস্তার মোড়ে খোদাই করে মহান আল্লাহ তায়ালার গুণবাচক ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্যটির শুভ উদ্বোধন করেন, আওয়ামীলীগ কেন্দ্রী কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআইর সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।

এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন বলেন, ‘দৃষ্টিনন্দন আল্লাহর গুণবাচক ৯৯ নাম খচিত ফলকটির ড্রয়িং ডিজাইনার আমি নিজেই। ভূমি থেকে এর উচ্চতা ৩০ ফুট, ব্যাস ১৪ ফুট। ফলকটি ছয়টি আরবি ক্যালিগ্রাফি টেরাকোটাসমৃদ্ধ, যার সর্বোচ্চে ‘আল্লাহু’ লেখা।

মুরাদনগর উপজেলার প্রাণকেন্দ্রে চার রাস্তার মিলিত স্থানে এই ফলক নির্মিত হয়েছে। ফলকটির উত্তর-পশ্চিম পাশ দিয়ে হোমনা উপজেলায়, উত্তর-পূর্ব পাশ দিয়ে রামচন্দ্রপুর হয়ে বাঞ্ছারামপুর রোড, দক্ষিণে মুরাদনগর টু ঢাকা রোড এবং পূর্বে  কোম্পানীগঞ্জ হয়ে নবীনগর রোড।

নয়ন জুড়ানো দৃশ্যের পাশাপাশি চত্বরটি মুসলিম ঐতিহ্যের স্মারক হিসেবে এরই মধ্যে সারা দেশে সুখ্যাতি লাভ করেছে।

উদ্বোধনের পূর্বে উপজেলা সদরের বালুর মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, কুমিল্লা কাশেমুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রাজ্জাক।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন আল রশিদ, উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ম. রুহুল আমিন, হানিফ সরকার।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা কওমী উলামা পরিষদের সভাপতি মুফতি দ্বীন মোহাম্মদ, কুমিল্লা জেলা পরিষদের সদস্য খাইরুল আলম সাধন, ভিপি জাকির হোসেন, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের, উত্তর জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মজনু প্রমুখ।



from Comillar Khabor – কুমিল্লার খবর https://ift.tt/34usVCS

September 08, 2019 at 09:05AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top