ঢাকা, ১৭ সেপ্টেম্বর- ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের সাথে ব্যাটিং ব্যর্থতার কারণে দল থেকে বাদ পড়েন ওপেনার সৌম্য সরকার। জাতীয় দল থেকে বাদ পড়া সৌম্যকে ফর্মে ফেরাতে তৎপর নির্বাচকরা। তাই এ দলের সঙ্গে শ্রীলঙ্কা পাঠানো হচ্ছে সৌম্য সরকারকে। আগামীকাল ১৮ সেপ্টেম্বর কলম্বোর উদ্দেশে এ দলের যাত্রা শুরু, সেই দলের সঙ্গে শেষ মুহূর্তে যোগ দিলে সৌম্য সরকার। গণমাধ্যমকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, শুধু সৌম্য নয়, টেস্ট পারফরমারদের বেশ কজনকেই শ্রীলঙ্কায় এ দলের সফরসঙ্গী করে পাঠানো হচ্ছে। যাতে করে তারা দীর্ঘ পরিসরের খেলার ভেতরে থাকেন। লঙ্কান সফরে দলে আছেন মুমিনুল হক, ওপেনার সাদমান ইসলাম, স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এবং পেস বোলার ইবাদত হোসেনও আছেন। পাশাপাশি জাতীয় দলের বাইরে থাকা এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, বাঁহাতি স্পিনার সানজামুল হকও শ্রীলঙ্কা যাচ্ছেন। শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে দুটি চারদিনের ম্যাচ এবং দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ এ দল। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৮:১৪/১৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/301pQvn
September 17, 2019 at 09:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top