ইতালিয়ান ঘরোয়া ফুটবলে বরাবরই অপ্রতিরোধ্য ফুটবল খেলে থাকে জুভেন্টাস। সে তুলনায় চলতি মৌসুমে খানিক চাপেই রয়েছে তারা। মৌসুমের শুরুতে প্রত্যাশামাফিক পারফর্ম করতে না পারলেও, ধীরে ধীরে নিজেদের সেরা ফর্মে ফিরে আসছে জুভেন্টাস। চলতি সিরি আতে এখনও পর্যন্ত কোনো ম্যাচ হারেনি জুভেন্টাস। তবে প্রথম তিন ম্যাচের মধ্যে একটিতে ড্র করে বসায় মাশুল দিতে হচ্ছে পয়েন্ট টেবিলে। ক্রমেই ঘুরে দাঁড়ানো দলটি জিতেছে টানা তিনটি ম্যাচ। শনিবার রাতে তুলনামূলক দুর্বল স্পালের বিপক্ষে ২-০ গোলে জিতেছে মাউরিসিও সারির শিষ্যরা। দলের জয়ে ১টি করে গোল করেছেন মিরালেম পিয়ানিচ ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘরের মাঠে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলছিল জুভেন্টাস। তবু পাচ্ছিল না গোলের দেখা। শেষ পর্যন্ত গোলের তালা ভাঙতে অপেক্ষা করতে হয় ৪৫ মিনিট পর্যন্ত। প্রথমার্ধের একদম শেষদিকে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলটি করেন পিয়ানিচ। পরে দ্বিতীয়ার্ধে গোলের তালিকায় নিজের নাম তোলেন রোনালদো। ম্যাচের ৭৮ মিনিটে আর্জেন্টাইন তরুণ পাওলো দিবালার ক্রসে লাফিয়ে উঠে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান রোনালদো। এ দুই গোলের জয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। অবশ্য টানা তিন জয়ের পরও শীর্ষস্থান পায়নি জুভেন্টাস। ছয় ম্যাচে ৫ জয় ও ১ ড্রতে ১৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দ্বিতীয়। সমান ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট পাওয়া ইন্টার মিলান অবস্থান করছে শীর্ষে। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৯ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2m0R2HP
September 29, 2019 at 09:03AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top