করাচি, ৩০ সেপ্টেম্বর - বৃষ্টির কারণে পাকিস্তান ও শ্রীলংকার প্রথম ওয়ানডে বাতিল হয়েছে। একই কারণে দ্বিতীয় ম্যাচের তারিখ পেছানো হয়। ২৯ সেপ্টেম্বরের পরিবর্তে নেয়া ৩০ সেপ্টেম্বর। সোমবার এ ম্যাচে মুখোমুখি হবে দুদল। বাংলাদেশ সময় বিকাল ৪টায় করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ২০০৯ সালে লাহোরে টিম শ্রীলংকার ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে সফরে যায় না আন্তর্জাতিক টেস্ট খেলুড়ে দলগুলো। অবশেষে দীর্ঘ ১০ বছর পর সেখানে হচ্ছে দ্বিপক্ষীয় সিরিজ। স্বভাবতই মাঠের লড়াইয়ে নামতে মুখিয়ে স্বাগতিকরা। পাক সহ-অধিনায়ক বাবর আজম বলেন, আমরা খেলার জন্য মুখিয়ে আছি। বৃষ্টির কারণে প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় ম্যাচও সরিয়ে নেয়া হয়েছে। আশা করি, এবার মাঠে নামতে পারব। ঐতিহাসিক সিরিজে নিজেদের সেরাটা উজাড় করে দিতে চান সরফরাজরা। তবে ব্যতিক্রম নন লংকানরা। আভিস্কা ফার্নান্দো বলেন, আমরা খেলা নিয়েই বেশি চিন্তা করছি। অন্য কোনো চিন্তা আমাদের মধ্যে নেই। আমাদের কাজ মাঠে খেলা এবং ভালো পারফরম করা। তিনি বলেন, বৃষ্টির কারণে প্রথম ম্যাচটি না হওয়ায় আমরা হতাশ। তবে প্রকৃতির ওপর কিছুই করার নেই। আশা করি, দ্বিতীয় ওয়ানডে খেলতে পারব। সূত্র : যুগান্তর এন এইচ, ৩০ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2nN96Wr
September 30, 2019 at 10:21AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন