ঢাকা, ৯ সেপ্টেম্বর- ১৩ই সেপ্টেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন ঢাকায় জিম্বাবুয়ে ক্রিকেট দল। রোববার মধ্যরাতে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি। এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। অভিজ্ঞ এই ব্যাটসম্যান জানিয়েছেন, সফরটা অনেক ভালো যাবে এবং জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি। আমরা বেশ ভালো প্রস্তুতি নিয়ে এসেছি। দলের সদস্যরা কঠোর পরিশ্রম করেছে। আশা করি ভালো কিছুই অপেক্ষা করছে। এই সিরিজ দিয়েই সব ফরম্যাট থেকে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক। দুই দিন মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করবে হ্যামিল্টন মাসাকাদজার দল। এর পর ১১ সেপ্টেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নিবে তারা। প্রতিপক্ষ হিসেবে থাকবে বিসিবি একাদশ। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/০৯ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/34AfMbe
September 09, 2019 at 09:47AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন