লন্ডন, ২৪ সেপ্টেম্বর - ঘরের মাঠে অ্যাশেজ সিরিজের পরপরই জানানো হয়েছিল এ বিষয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হবে অনেক নিয়মিত খেলোয়াড়কে। সেই মোতাবেক এ দুই সিরিজের জন্য একগাদা পরিবর্তন নিয়েই স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। এ দুই সিরিজের স্কোয়াডে অন্তত ৮ জন খেলোয়াড় পরিবর্তন করেছে ইসিবি। শুধুমাত্র টেস্ট স্কোয়াডের জন্য ডাকা হয়েছে ডমিনিক সিবলি, জ্যাক ক্রাওলি এবং অলিল পোপকে। টি-টোয়েন্টিতে দেখা যাবে টম ব্রেন্টন, লুইস গ্রেগরি এবং প্যাট ব্রাউনকে। দুই সিরিজেই মাঠে দেখা যেতে পারে সাকিব মাহমুদ এবং ম্যাট পারকিনসনকে। চলতি মৌসুমে টেস্ট ক্রিকেটে মাত্র ১৯.৪৫ গড়ে রান করার মাশুল দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। তাকে বাদ দেয়া হয়েছে টেস্ট স্কোয়াড থেকে, তবে রাখা হয়েছে কুড়ি ওভারের ক্রিকেটে। বেয়ারস্টো না থাকায় নিউজিল্যান্ড সফরের টেস্ট সিরিজে উইকেটের পেছনে দেখা পারে জস বাটলারকে। কেননা এ সফরের দলেও জায়গা হয়নি আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান বেন ফোকসের। আগামী নভেম্বরে এ দুই সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাবে ইংল্যান্ড ক্রিকেট দল। নভেম্বরের ১ তারিখ মাঠে গড়াবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সিরিজের বাকি চার ম্যাচ হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ তারিখ। পরে ২১ ও ২৯ তারিখ হবে টেস্ট সিরিজের দুই ম্যাচ। নিউজিল্যান্ড সফরে ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড জো রুট, জোফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রাওলি, স্যাম কুরান, জো ডেনলি, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ম্যাথু পারকিসন, অলিল পোপ, ডমিনিক সিবলি, বেন স্টোকস এবং ক্রিস ওকস। নিউজিল্যান্ড সফরে ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড ইয়ন মরগ্যান, জনি বেয়ারস্টো, টম ব্রেন্টন, স্যাম বিলিংস, প্যাট ব্রাউন, স্যাম কুরান, টম কুরান, জো ডেনলি, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, ম্যাট পারকিনসন, আদিল রশিদ এবং জেমস ভিনস। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৪ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2mmczdK
September 24, 2019 at 10:00AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top