ঢাকা, ২৬ সেপ্টেম্বর- ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে গেলেন সাকিব আল হাসান। বুধবার সন্ধ্যা ৭টা ৪০মিনিটে সাকিবকে বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। সিপিএলের গত আসরে খেলা হয়নি সাকিবের। এবারও আন্তর্জাতিক ক্রিকেট খেলায় ব্যস্ত থাকায় সিপিএলের প্লেয়ার ড্রাফটে সাকিবের নাম ছিল না। তবে নভেম্বরে ভারত সফরের আগে জাতীয় দলের কোনো নেই। সেই সুযোগে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ খেলতে গেলেন সাকিব। বিশ্বসেরা এ অলরাউন্ডার সিপিএলে নেপালের লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানের পরিবর্তে বার্বাডোজ ট্রাইডেন্টস খেলবেন। সিপিএলের চলতি আসর শুরু হয়েছে গত ৫ সেপ্টেম্বর থেকে। আসর শুরুর আগে ড্রাফটে সাকিবের নাম না থাকলেও আসরের মাঝপথে এসে বাংলাদেশি অলরাউন্ডারকে দলে নেয় বার্বাডোজ ট্রাইডেন্টস। ইতিমধ্যে তারা ৬ ম্যাচ খেলে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে চার নম্বর পজিশনে আছে। সাকিবকে দলে নিয়ে প্রতিযোগিতায় লড়াই দিতে চায় দলটি। সিপিএল খেলার জন্য এরই মধ্যে অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছাড়পত্র পেয়েছেন সাকিব। তবে সাকিবের দল যদি টুর্নামেন্টের ফাইনালে উঠে তাহলে আগামী ১২ অক্টোবর হতে যাওয়া সেই ফাইনালে সাকিবের নাও খেলা হতে পারে। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/২৬ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2mQ7ZEQ
September 26, 2019 at 05:34AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top