ইসলামাবাদ, ২৭ সেপ্টেম্বর - দীর্ঘ ১০ বছর পর পাকিস্তানে হচ্ছে দ্বিপক্ষীয় সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শুক্রবার করাচি ন্যাশনাল স্টেডিয়ামে নামছে তারা। তাদের প্রতিপক্ষ সেই শ্রীলংকা। ২০০৯ সালে লাহোরে যাদের ওপর হয় ভয়াবহ জঙ্গি হামলা। এর পরই নির্বাসনে যায় দেশটির ক্রিকেট। এক দশক পর ঘরের মাঠে ক্রিকেট ফেরায় দারুণ উচ্ছ্বসিত পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। বৃহস্পতিবার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাকিস্তান ছাড়া বিশ্ব ক্রিকেট অসম্পূর্ণ। এখানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে সহায়তা করার এখনই সময় ক্রিকেট খেলুড়ে দলগুলোর। তাই সব টেস্ট দলের উচিত- উদাহরণ হিসেবে শ্রীলংকাকে অনুসরণ করা। কারণ নিশ্চিন্ত হয়েই পাকিস্তানে দল পাঠিয়েছে তারা। নিঃসন্দেহে পাকিস্তান ক্রিকেটর জন্য আজ ঐতিহাসিক দিন। কারণ ২০০৯ সালের জানুযারির পর এদিন প্রথমবারের মতো তাদের ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। এ ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হতে যাওয়া সরফরাজ বলেন, দেশের নিরাপত্তাব্যবস্থার প্রভূত উন্নতি সাধন হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সব আরও পাল্টে গেছে। আমরা এখানে পিএসএলের (পাকিস্তান সুপার লিগ) ম্যাচ খেলেছি। ক্রিকেটবিশ্বের প্রতি আমার বার্তা একটিই- অনুগ্রহ করে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট পুনর্জাগরণে সহায়তা করুণ এবং খেলতে আসুন। পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে নিরাপত্তা দিতে আর্মি, ফেডারেল, স্থানীয় প্রশাসন একযোগে কাজ করে যাচ্ছে। সবাই দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এখন পর্যন্ত তারা সফল। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্বাগতিক অধিনায়ক। সূত্র : যুগান্তর এন এইচ, ২৭ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2lAeSdg
September 27, 2019 at 12:43PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন