লস অ্যাঞ্জেলস, ১০ সেপ্টেম্বর- লুপাস এবং রিউম্যাটয়েড আরথ্রাইটিস রোগে আক্রান্ত হয়েছেন কিম কার্দাশিয়ান। তার পরামর্শে এবার তার দুই হাত এবং শরীরের অস্থিসন্ধিগুলো আলট্রাসাউন্ড স্ক্যান করা হবে বলে ঠিক হয়েছে। রক্ত পরীক্ষার ফল জানার পরে কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানস সিজন প্রিমিয়ারের মাঝেই ভেঙে পড়লেন বিশ্বখ্যাত রিয়েলিটি স্টার। বেশ কয়েক মাস ধরেই শরীরে অসহ্য যন্ত্রণা অনুভব করার কথা জানাচ্ছিলেন কিম। মাথাব্যথার পাশাপাশি ফুলতে থাকে তাঁর শরীরের গাঁট এবং দেহ ঘিরে ধরে অসীম অবসন্নতায়। চিকিৎসকের পরামর্শে তাই রক্ত পরীক্ষা করান কিম। লুপাস রোগের প্রধান উপসর্গের মধ্যে রয়েছে অবসাদ, গাঁটের ব্যথা, শরীরের কোনো অংশ হঠাৎ শক্ত বা ফুলে যাওয়া, মুখমণ্ডলে প্রজাপতির আকারের র্যাশ বেরোনো, চামড়া ফেটে যাওয়া, শ্বাসকষ্ট, বুকে ব্যথা, চোখ শুকিয়ে যাওয়া, মানসিক বিভ্রান্তি এবং স্মৃতিভ্রম। এই রোগে কিডনি, ফুসফুস, মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও ধমনীতে প্রদাহ দেখা দেয়। আমেরিকায় প্রায় ১৫ লাখ মানুষ এই রোগে আক্রান্ত। আর/০৮:১৪/১০ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2A16Eyy
September 10, 2019 at 04:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top