টরন্টো, ১১ সেপ্টেম্বর- বৈরী আবহাওয়ার মাঝেও মাঠে তিল ধারনের স্থান ছিল না। আগত দর্শকরা সকলেই উপভোগ করেছেন গত ১লা সেপ্টেম্বর স্থানীয় ডেন্টোনিয়া পার্কে অনুষ্ঠিত তৃতীয় সম্মিলিত বাংলা মেলার এ বিশাল আয়োজন। দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় মেলা। বক্তব্য রাখেন- রিমা বার্নস ম্যাকগাওন- এমপিপি, ডলি বেগম- এমপিপি, মারিয়া সারাস- এক্সিকিউটিভ ডাইরেক্টর- ন্যাশনাল এথনিক প্রেস, জিম ক্যারিগিয়ানিস- সিটি কাউন্সিলর, মাইকেল চ্যাটু- এমপিপি, সালমা জাহিদ- এমপি, আহমেদ হোসেন- কেন্দ্রীয় সরকারের ইমিগ্রেশন মন্ত্রী। তাঁরা সকলেই উদ্যাক্তাদের অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপণ করেন। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন নিউ ইয়র্ক থেকে আগত প্রখ্যাত পল্লীগীতি শিল্পী আব্দুল আলীমের কন্যা নুপূর আলীম এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী এস. আই. টুটুল। এছাড়া স্থানীয় শিল্পীরা দিনব্যাপী দর্শকদের মাতিয়ে রাখেন। শিল্পীরা হলেন, ফারহানা জয়, মৌসুমী, আইরিন আলম, সাবু শাহ, নোবেল, রিংকু ও মুক্তা সারোয়ার। নৃত্য পরিবেশন করেন নৃত্যকলা কেন্দ্রের শিক্ষার্থীরা। মেলায় স্টলণ্ডলোতে ক্রেতাদের ভিড় ছিল লক্ষ্য করার মতো। নানা রকম স্টলের মধ্যে ছিল- চা, ঝালমুড়ি, সমুচা, ফুচকা, চটপটি, বিরিয়ানী, চিকেন ইত্যাদি। এছাড়া ছিল নানা রকম তৈরীপোশাক, গহনা, ব্যাগ, তৈজসপত্র, ইত্যাদি। এ বছরের গ্রীষ্মের সর্বশেষ মেলা হিসেবে তৃতীয় সম্মিলিত বাংলা মেলার সাফল্যের পেছনে যাদের অবদান অসীম তাঁরা হলেন- কনভেনর আখলাক হোসেন, মেম্বার সেক্রেটারী মাহবুব চৌধুরী রণি, চেয়ারম্যান নাজমা হক, আহাদ খন্দকার, রেশাদ চৌধুরী, মঈন চৌধুরী, জাকারিয়া রশীদ চৌধুরী, লায়েক চৌধুরী, মিলাদ চৌধুরী, তপন মাহমুদ, জাকির খান, আসাদ আহাদ নিশু ,আনিসুর রহমান, মুহাম্মদ আলী শাওন, রেজাউল করিম, মকবুল হোসেন মঞ্জু, মেহেদী ফারুক, কাশেম জয়, ফারহানা হক, ফারুক , জুমল চৌধুরী, আলী হোসেন, সাকীব, আসমা হক, মম কাজী, মাসুদা, রুকেয়া পারভিন, আব্দুল আজিজ, শিল্পী মুক্তা সরোয়ার, নোবেল চৌধুরী, ফারাহানা জয়, ফারুক আহমদ, মাসরুল হোসেন রিপন, কামিল হোসেন, মনছুর আহমদ, আকিব মাহমুদ, এজাজ চৌধুরী, মতিউর রহমান, রবার্ট, আমিনুর রহমান চৌধুরী বাবু, সৈয়দ মাহবুব, হাবিবুর রহমান চৌধুরী, ইলিয়াস খান, মনসুর আহমেদ, রিপন বখত, আলিম আল জুয়েল, আরিফ আহমেদ প্রমুখ।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ZU69ov
September 12, 2019 at 04:53AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
ফিলাডেলফিয়ার রাজনীতিতে বাংলাদেশি অভিবাসীদের জয়জয়কার
07 Oct 20200টিপেনসিলভানিয়া, ৭ অক্টোবর- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সনদ যে নগরীতে গৃহীত হয়েছিল, সেই ফিলাডেলফিয়ার রাজন...আরও পড়ুন »
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলার গোলাপগঞ্জের যুবক নিহত
05 Oct 20200টিকেপটাউন, ০৫ অক্টোবর- দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় সিলেটের গোলাপগঞ্জের যুবক জাকির হোসেন (৩৫) ন...আরও পড়ুন »
নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে হট্টগোল
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে আবারও হট্টগোলের ঘটনা ঘটেছে। বাংল...আরও পড়ুন »
নিউইয়র্কে গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবকের মৃত্যু
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর-যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেরিকোর লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হেঁটে যাওয়ার সম...আরও পড়ুন »
জার্মানিতে বাংলাদেশি প্রবাসীর শতাধিক বাড়ি
02 Oct 20200টিবার্লিন, ০২ অক্টোবর- নিজের জমানো টাকায় কিশোর বয়স থেকে ব্যবসা শুরু করে জার্মানিতে এখন শতাধিক বাড়ির ম...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.