দুবাই, ২৭ সেপ্টেম্বর - ফেসবুকের সঙ্গে জুটি গড়ল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এখন সামাজিক যোগাযোগের এ মাধ্যমটিতেই দেখা যাবে খেলা। ক্রিকেটকে সারাবিশ্বে ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ নিয়েছে আইসিসি। চার বছর মেয়াদে চুক্তি করেছে ফেসবুক-আইসিসি। এই সময়ে যেকোনো ইভেন্টের ক্রিকেট ম্যাচ সোশ্যাল মিডিয়াটিতে দেখা যাবে। বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ফেসবুকের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পেরে উচ্ছ্বসিত আইসিসি। সংস্থার প্রধান নির্বাহী মানু সাহ্নে বলেন, ক্রিকেট পরিবারের সঙ্গে ফেসবুকের সংযোগ ঘটাতে পেরে আমরা আনন্দিত। ক্রিকেটে এই প্রথম এলো তারা। বহুল প্রচলিত খেলা এবং তুমুল জনপ্রিয় মাধ্যমের মেইলবন্ধন দেখে দারুণ লাগছে। নিলামে আমরা অনেক মাধ্যমের আগ্রহ দেখেছি। সবাই ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে চায়। তবে শেষ অবধি ফেসবুকের সঙ্গে চুক্তি করেছি। এর মাধ্যমে ক্রিকেট আরও বেশি প্রচার ও প্রসার লাভ করবে বলে আমাদের বিশ্বাস। এ খেলার আরও বিস্তার ঘটবে। ব্যতিক্রম নয় ফেসবুকও। উচ্ছ্বাসের কথা জানিয়েছে তারাও। গোটা বিশ্বে ক্রিকেটকে আরও ছড়িয়ে দিতে দৃঢ়প্রত্যয়ী সামাজিক যোগাযোগমাধ্যমটি। ভারতে ফেসবুক ম্যানেজমেন্টের সহসভাপতি ও ম্যানেজিং ডিরেক্টর অজিত মহানের কণ্ঠে শোনা গেল সেই কথা। তিনি বলেন, আইসিসির সঙ্গে জুটি গড়তে পেরে আমরা খুশি। ফেসবুকে এখন ক্রিকেট দেখা যাবে। বিষয়টি দারুণ হবে। নতুন প্রজন্মের কাছে খেলাটিকে পৌঁছে দিতে মাধ্যমটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করি। আগামী চার বছরে আইসিসির রয়েছে চারটি বড় ইভেন্ট। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২০), পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২০), নারী ক্রিকেট বিশ্বকাপ (২০২১) ও পুরুষ ক্রিকেট বিশ্বকাপ (২০২৩)। সবই সমানভাবে সক্রিয় থাকবে ফেসবুক। সূত্র : যুগান্তর এন এইচ, ২৭ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2lE2GIC
September 27, 2019 at 11:38AM
27 Sep 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top