মহারাজপুরে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে টুটুল নামের এক যুবক গুলিবিদ্ধ < দুই পুলিশ সদস্য আহত

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সঙ্গে গোলাগুলির পর তালিকাভুক্ত সন্ত্রাসী ও হত্যাসহ মামলাসহ ১৭ মামলার পলাতক আসামী টুটুলকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার মহারাজপুর-মেলার মোড় এলাকার নির্মাণাধীন একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় গোলাগুলিতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্যরা।
ঘটনাস্থল থেকে একটি পিস্তুল, একটি ম্যাগজিন, ৫টিঁ রামদা ও ১২ বোতল খালি ফেন্সিডিলের বোতল উদ্ধার করা হয়।
টুটুল সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের রামচন্দ্রপুর ঘোনটোলা গ্রামের ফজলু মোল্লার ছেলে।
সদর মডেল থানার ওসি জিয়াউর রহমান জানান, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, হত্যা, নাশকতা, অস্ত্র মামলাসহ ১৭মামলার পলাতক আসামী টুটুল দলবলসহ মহারাজপুর মেলার মোড় এলাকায় নির্মাণাধীন একটি বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল দুপুরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির ভেতর থেকে সন্ত্রাসীরা গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে গুলিবিদ্ধ অবস্থায় টুটুলকে  গ্রেফতার করা হয়। তবে তার আরো কয়েক সহযোগি পালিয়ে যান।
টুটুলের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হত্যা, সন্ত্রাসী কর্মকা-, অস্ত্র আইনেসহ ১৭ টি মামলা রয়েছে।
আহত টুটুলকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেঝ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় আহত পুলিশের সদর থানার এস.আই নজরুল ইসলাম ও কনস্টেবল মোহন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান ওসি জিয়াউর।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৯-১৯


from Chapainawabganjnews https://ift.tt/2O2zFlu

September 14, 2019 at 04:47PM
14 Sep 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top