লন্ডন, ০৯ সেপ্টেম্বর- ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে অ্যাশেজ সিরিজ রেখে দিল অস্ট্রেলিয়া। আগের অ্যাশেজ সিরিজটিও জিতেছিল অস্ট্রেলিয়া। আর একটি টেস্ট বাকি আছে সিরিজের। ১৮৫ রানে জয়। এখন পঞ্চম টেস্ট ম্যাচটি জিতলে সিরিজ ড্র হবে। তবে অ্যাশেজ অস্ট্রেলিয়ার কাছেই থাকবে। পঞ্চম ও শেষ দিনে রোমাঞ্চকর জয় পেল অস্ট্রেলিয়া। ৩৮৩ রান টার্গেট ছিল। ১৭৩ রানে ৮ উইকেট হারানো ইংল্যান্ড লড়াই চালিয়ে গেছে। ১৯৭ রানে তারা অলআউট হয়েছে বটে। তবে পঞ্চম দিনের আর ১৩-১৪ ওভারের মত বাকি ছিল। আরেকটি অসম্ভবের পেছনে যাত্রা করেছিল ইংলিশরা। হেডিংলিতে বেন স্টোকস অবিশ্বাস্য সেঞ্চুুরি করেন। ইংল্যান্ড জেতে ও আশা বেঁচে ছিল সেবার। অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টটি রয়েছে ওভালে। ১২ সেপ্টেম্বর ম্যাচটি শুরু হবে। অন্তত ইংল্যান্ড সিরিজটি ড্র করতে চাইবে। এতে লাভ হবে না। অন্যদিকে অস্ট্রেলিয়া ২-১ এ এগিয়ে থাকার পর শেষ ম্যাচ জিতে সিরিজও বগলদাবা করতে চাইবে। আর/০৮:১৪/০৯ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/317K3w6
September 09, 2019 at 06:06AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top