কলকাতা, ২৪ সেপ্টেম্বর- রেলদফতর অন্ধকারে রেখেই কি বর্ধমান-কাটোয়া রেলওয়ে ওভারব্রিজের উদ্বোধন হতে চলেছে? পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি জানিয়েছেন, মঙ্গলবার বর্ধমানের বহু প্রতীক্ষিত রেলওয়ে ওভারব্রিজ অ্যাপ্রোচ রোডের উদ্বোধন করবেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকবেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ। ১৮৮.৪৩১ মিটার লম্বা এবং ২৭.৭ মিটার চওড়া, দুদিকে ১.৫ মিটার চওড়া ফুটপাত থাকা, ২৮৮ কোটি টাকা ব্যয়ে বর্ধমান ষ্টেশনের ওপর দিয়ে এই ব্রিজের মধ্যবর্তী স্তরের কাজ শেষ হয়ে যায় ২০১৫ সালেই।কাটোয়া রোড, কালনা রোড, দুর্গাপুর যাওয়ার রোড ছাড়াও চতুর্মুখী এই ব্রিজের একটি রাস্তা শহরের মধ্যে ঢুকছে।বর্ধমান ষ্টেশনের ওপর ব্রিটিশ আমলে তৈরী হওয়া বর্ধমান কাটোয়া ওভারব্রিজ ধ্বংসের মুখে পড়ায় নতুন করে আরও চওড়া ব্রিজের দাবি উঠতে শুরু করে। ১৯৯৬ সালে এই ব্রিজের পরিকল্পনা গ্রহণ করা হন। ২০০৭ সালে ফের ব্রিজ নিয়ে নড়েচড়ে ওঠে তৎকালীন বাম সরকার। পুরনো যে ব্রিজটি ছিল তার পিলার বর্ধমান ষ্টেশনের ওপরে থাকায় ষ্টেশনের প্লাটফর্ম বাড়ানোর ক্ষেত্রে সমস্যাও দেখা দিচ্ছিল।শেষ পর্যন্ত ২০১২ সালে এই ব্রিজের কাজ শুরু হয়। কথা ছিল ২০১৬ সালেই তা শেষ হবে। কিন্তু এ্যাপ্রোচ রোড নিয়ে জটিলতা দেখা দেয়। এদিকে, দীর্ঘদিন ধরে ব্রীজের কাজ চলতে থাকায় সাধারণ মানুষের যাতায়াতেও প্রতিদিন চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। মঙ্গলবার ব্রিজের অ্যাপ্রোচ রোডের উদ্বোধন হলেও এব্যাপারে খোদ বর্ধমান ষ্টেশনের ষ্টেশন ম্যানেজার স্বপন অধিকারী জানিয়েছেন, রেল দপ্তরের পক্ষ থেকে তাঁর কাছে কোনো খবর নেই। তাঁদের কিছুই জানানো হয়নি। পূর্ব রেলওয়ের পিআরও (পাবলিসিটি) অমিতাভ চ্যাটার্জ্জীও জানিয়েছেন, বর্ধমানের রেলওয়ে ওভারব্রিজ উদ্বোধনের বিষয়ে তাঁদের কাছে কোনওরকম খবর নেই। সুব্রত মুখোপাধ্যায়ের উদ্বোধনের প্রসঙ্গে বলেন, এটাও তাঁর কিছু জানা নেই। যদিও, সোমবার রাতে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের পক্ষ থেকে একটি ইমেল মারফৎ জানানো হয়, ৩০ সেপ্টেম্বর রেলমন্ত্রী পীযূষ গোয়েল বর্ধমান-কাটোয়া রেলওয়ে ওভারব্রিজের উদ্বোধন করবেন। এন কে / ২৪ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2mIszqJ
September 24, 2019 at 08:06AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top