২০২০ ইউরো বাছাই পর্বের বি গ্রুপে স্বাগতিক লিথুনিয়াকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। ম্যাচে ৫৪তম হ্যাটট্রিক হ্যাটট্রিক পূর্ণ করে আরও এক গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার দিবাগত রাতে ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে পর্তুগিজদের এগিয়ে দেন রোনালদো। ২৮ মিনিটে সমতায় ফিরে লিথুনিয়া। তবে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরে এসে ভয়ঙ্কর হয়ে ওঠেন জুভেন্টাস ফরোয়ার্ড। ৬১ মিনিটে বেনফিকা মিডফিল্ডার রাফা সিলভার পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। এর ৪ মিনিট পরেই বার্নাদো সিলভার পাস থেকে জাতীয় দলের জার্সিতে অষ্টম হ্যাটট্রিক করেন সিআর সেভেন। রোনালদো তার ৫৪ হ্যাটট্রিকের ৪৪টি করেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের হয়ে করেছেন একটি করে। পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী তারকা চতুর্থ গোলটি করেন ৭৬ মিনিটে। এবারও বলটির জোগানদাতা বার্নাদো সিলভা। যোগ করা সময়ে লিথুনিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন উইলিয়াম কারভালহো। বি গ্রুপের আরেক ম্যাচে আলেক্সান্দার মিত্রোভিচের জোড়া গোলে লুক্সেমবার্গকে ৩-১ গোলে হারিয়েছে সার্বিয়া। আর/০৮:১৪/১১ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/31gTxFm
September 11, 2019 at 04:55AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন