নয়া দিল্লী, ৪ সেপ্টেম্বর- মঙ্গলবার ভারতীয় মহিলা টি-টোয়েন্টি দলের প্রথম অধিনায়ক মিতালি রাজ অবসর ঘোষণা করলেন। ২০০৬ সালে প্রথম ভারতীয় মহিলা টি-টোয়েন্টি দলের নেতৃত্বভার ছিল মিতালি রাজের ওপর। দেশের হয়ে ৮৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মিতালি। করেছেন ২৩৬৪ রান। ভারতীয়দের মধ্যে সর্বাধিক রান মিতালিরই। ২০১২, ২০১৪, ২০১৬ তিনটি বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিয়েছেন মিতালি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি বিশ্বের ষষ্ঠ রান সংগ্রহকারী। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় থেকেই ইঙ্গিত মিলেছিল। দলে নিয়মিত ছিলেন না তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ২০১২ ক্রিকেট বিশ্বকাপে (৫০ ওভারের ক্রিকেট) ফোকাস করতেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত মিতালির। আর/০৮:১৪/০৪ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/30Y7R5u
September 04, 2019 at 05:36AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন