কলকাতা, ০১ সেপ্টেম্বর - কলকাতার জনপ্রিয় নায়িকা অনন্যা চট্টোপাধ্যায়ের বিয়েটা ভেঙে যাচ্ছে। গত ৮ আগস্ট তার স্বামী রাজর্ষি বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই ঘোষণা দিয়েছেন। তিনি লিখেছেন, আমি এবং আমার স্ত্রী অনন্যা চট্টোপাধ্যায় একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শুধু আইনিপ্রক্রিয়া বাকি আছে। শুরুতেই তিনি লিখেছেন, নতুন বছর, নতুন জীবন, অসফল সম্পর্কের শেষ। সব পরিণয় আনন্দ ও সুখের হয় না। ২৪ দিন পর ভারতীয় গণমাধ্যমকের কাছে তিনি বললেন, ভালো আছি। আরও বললেন, জীবনে অনেক রকম পরিস্থিতি আসবে। সবটা তো মসৃণ হবে না। কিন্তু সবকিছুর মধ্যেই ভালো থাকতে হবে। সংসার জীবনের মাত্র চার বছরেই অনন্যা চট্টোপাধ্যায় আর রাজর্ষি বন্দ্যোপাধ্যায়ের বিবাহবিচ্ছেদ হচ্ছে। বিয়ে ভাঙার কোনো কারণ উল্লেখ না করে রাজর্ষি বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আমাদের বিয়েটা চার বছরের আর সম্পর্ক আরও চার বছরের পুরোনো। সব মিলিয়ে আট বছরের সম্পর্ক। আমি সৌভাগ্যবান, কারণ আমার মতো একজন ছাপোষা মানুষ তাঁর মতো একজন প্রতিভাবান মানুষের সঙ্গে কাটাতে পেরেছি। শুরু থেকেই অনন্যা চট্টোপাধ্যায় বলেছেন, এটা একান্তই তাঁর ব্যক্তিগত ব্যাপার। তাই এসব নিয়ে কিছু বলতে চান না। এভাবেই এড়িয়ে যান বিবাহবিচ্ছেদ নিয়ে সব প্রশ্ন। এবার জানালেন, রাজর্ষি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। আর বললেন, যদি কিছু শেষ হয়ে যায়, তাহলে তার জন্য চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে। তা বয়ে বেড়ানো ঠিক না। যদি কিছু পচে যায়, গন্ধ বের হয়, তাহলে সেটা ফেলে দেওয়া ভালো। আমাদের দুজনের মনে হয়েছে, সম্পর্কটা আর বয়ে না বেড়ানোই ভালো। ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারি কলকাতার কসবার লীলা রিসোর্টে রাজর্ষি বন্দ্যোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়ের বিয়ে হয়। রাজর্ষি বন্দ্যোপাধ্যায় একটি প্রতিষ্ঠিত বিজ্ঞাপনী সংস্থার ভাইস প্রেসিডেন্ট। এন এইচ, ০১ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MPdtvk
September 01, 2019 at 11:11AM
01 Sep 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top