নিউ ইয়র্ক, ০৮ সেপ্টেম্বর - সেরেনা উইলিয়ামসের স্বপ্ন ভেঙে ইউএস ওপেন টেনিসের নারী এককের চ্যাম্পিয়ন হলেন বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো। কানাডার প্রথম ও ২০০৬ সালে মারিয়া শারাপোভার পর প্রথম টিনএজার হিসেবে কোনো গ্র্যান্ড স্ল্যামের শিরোপা ঘরে তুললেন এই তরুণী। নারী এককে সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জেতা মার্গারেট কোর্টের রেকর্ডে ভাগ বসানোর প্রত্যয় নিয়ে খেলতে নামেন মার্কিন তারকা সেরেনা। তবে বাজে খেলে হেরে যান ৬-৩ ও ৭-৫ সেটে। আর্থার অ্যাশ স্টেডিয়ামে ২৪ হাজার দর্শকের সামনে মুখোমুখি হন ৩৭ বছর বয়সী সেরেনা ও প্রায় অর্ধেক বয়সী আন্দ্রেয়েস্কো (১৯)। আর প্রথম সেট দাপটের সঙ্গে ৬-৩ গেমে জিতে নেন এই কানাডিয়ান তরুণী। পরে দ্বিতীয় সেটেও ৫-১-এ এগিয়ে যান। তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন সেরেনা। ৫-৫-এ সমতায় ফেরেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ৭-৫ গেমে জিতে প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ট্রফিতে চুমু খান আন্দ্রেয়েস্কো। এন এ / ০৮ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2UEN7xj
September 08, 2019 at 07:53AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন