ঢাকা, ১৭ সেপ্টেম্বর- এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং (স্টেজ-৩) আরচারি চ্যাম্পিয়নশিপে স্বর্ণজয়ী আরচার রোমান সানার অসুস্থ মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় গণভবনে ডেকে নিয়ে রোমান সানাকে বরণ করেছেন প্রধানমন্ত্রী। তখন বঙ্গবন্ধু কন্যা রোমানের মায়ের অসুস্থতার খবর শুনে তার চিকিৎসার দায়িত্ব নেন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, বাংলাদেশ আরচারি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী রোমান সানার সঙ্গে অনেকক্ষণ কথা বলেন এবং তার পরিবারের খোঁজখবর নেন। রোমান কিভাবে আরচার হলেন, লেখাপড়া কোথায় করেছেন- এমন অনেক খোঁজখবরই নিয়েছেন তিনি। গণভবন থেকে বেরিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন, প্রধানমন্ত্রী রোমান সানার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছেন। তিনি রোমানের আরচার হওয়া, তার লেখাপড়া এবং পরিবারের গল্প শুনেছেন। আগামীতে ভালো ফলাফল করতে হলে কি কি সুযোগ-সুবিধা প্রয়োজন তা জানতে চেয়েছেন। রোমানের মা অসুস্থ জানার পর বিস্তারিত খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকায় এনে কোন হাসপাতালে চিকিৎসা করালে ভালো হবে সে উপদেশও দিয়েছেন তিনি। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমি প্রধানমন্ত্রীকে রোমানের স্বর্ণ পাওয়ার বিষয় উল্লেখ করে তাকে দোয়া করার অনুরোধ করেছিলাম। রোমান সানার জন্য এটা বিরাট অনুপ্রেরণা। প্রধানমন্ত্রী আরচারির সুযোগ সুবিধা বাড়ানোর নির্দেশও দিয়েছেন। আরচারি ফেডারেশন ২০২৩ সালে যুব বিশ্বকাপ আয়োজনের আগ্রহের কথা জানালে প্রধানমন্ত্রী সে অনুমতি দেন। তিনি এ বিশ্বকাপ কক্সবাজারে আয়োজনের উপদেশও দিয়েছেন। কারণ, সেখানে হোটেলের সুযোগ-সুবিধা অনেক ভালো। রোমান সানা আগামী বছর জাপানের টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন। সেখানে রোমান সানার ভালো কিছু করার সম্ভাবনার কথাও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন আরচারি ফেডারেশন কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পেয়ে রোমান সানা আনন্দে কথাই বলতে পারছিলেন না, এই অনুভুতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার স্বপ্ন পূরণ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমার হৃদরোগে আক্রান্ত মায়ের চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছেন। আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা আমাকে আগামীতে আরো ভালো খেলার অনুপ্রেরণা যোগাবে। ক্রীড়া প্রতিমন্ত্রী আরো জানান, প্রধানমন্ত্রী রোমান সানাকে আর্থিক পুরস্কারও দেবেন। তখনই প্রধানমন্ত্রী তার পিএসকে বলেছেন রোমান সানার জন্য একটা চেক তৈরি করতে। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/১৮ সেপ্টেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Aswhs9
September 18, 2019 at 04:55AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন