ওয়ার- এর প্রমোশনে ব্যস্ত টাইগার শ্রফ। এই সিনেমায় হৃত্বিক রোশনের বিপরীতে দেখা যাবে তাকে। ভাই যখন ব্যস্ত পরবর্তী সিনেমার প্রমোশন নিয়ে, সেই সময় সৈকতে ছুটি কাটাচ্ছেন বোন। বুঝতেই পারছেন, টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফের কথাই বলা হচ্ছে। বন্ধু ইবান হ্যায়ামসের সঙ্গে বর্তমানে সৈকতে ছুটি কাটাতে ব্যস্ত। সৈকতে বিকিনি পরে যখন কৃষ্ণা শ্রফ হাজির হন, তখন যেন তার গ্ল্যামার উপচে পড়তে শুরু করে। কৃষ্ণার সঙ্গে দেখা যায় তার বন্ধু ইবান হ্যায়ামসকে। দুবাইয়ের সমুদ্র সৈকতে টাইগার শ্রফ-কন্যার ওই ছবি প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়। সম্প্রতি গুঞ্জন ছড়ায়, বাস্কেট বল খেলোয়াড় ইবান হ্যায়ামসের সঙ্গে নাকি গোপনে বিয়ে সেরে ফেলেছেন টাইগার শ্রফের মেয়ে কৃষ্ণা শ্রফ। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর ফিঁসফাস শুরু হয়ে যায়। যদিও সোশ্যাল মিডিয়ায় যতই কানাঘুষো শুরু হোক না কেন, এ বিষয়ে কোনো মন্তব্য করেননি কৃষ্ণা। এন কে / ২৮ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2o3hstd
September 28, 2019 at 09:13AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top