কলকাতা, ২২ সেপ্টেম্বর - এবার বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে অভিযোগ দায়ের হল যাদবপুর থানায়। শুক্রবারই বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল শ্লীলতাহানির অভিযোগ এনে যাদবপুর থানায় এফআইআর করেছিলেন। এবার পাল্টা এফআইআর যাদবপুরের ছাত্রছাত্রীদের তরফে। কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে উস্কানির অভিযোগ তুলে এই এফআইআর দায়ের করা হয়েছে। তাঁদের অভিযোগ, মন্ত্রীর উস্কানিতেই সরগরম হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। ক্যাম্পাসে হামলা এবং ভাঙচুর চালায় এবিভিপি-র কর্মীরা। বৃহস্পতিবার যাদবপুরে এবিভিপি-র নবীনবরণ অনুষ্ঠানে গিয়ে বাধার মুখে পড়েন বাবুল সুপ্রিয়। তাঁকে মারধর, চুল ধরে টানা হয় বলে অভিযোগ। সাড়ে ৬ ঘণ্টা আটক থাকার পর বাবুলকে বের করে আনেন রাজ্যপাল। গোটা ঘটনায় বাবুলকে দোষারোপ করেছে এসএফআই-সহ বাম ছাত্র সংগঠনগুলি। শুক্রবার অগ্নিমিত্রার পাশাপাশি এসএফআই-ও এফআইআর দায়ের করে যাদবপুর থানায়। যাদবপুর থানায় অভিযোগপত্রে অগ্নিমিত্রা দাবি করেছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় ঢোকার মুখে বিক্ষোভের মুখে পড়েন তাঁরা। তাঁকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। তাঁর শাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ বিজেপ নেত্রীর। এদিকে, ক্যান্সার আক্রান্ত মায়ের আর্তিতে সাড়া দিয়ে বাবুল সুপ্রিয় জানিয়েছেন দেবাঞ্জনের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করবেন না তিনি। বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ের সঙ্গে মারমুখী অবস্থায় দেখা গিয়েছিল রূপালি দেবীর ছেলে দেবাঞ্জনকে৷ টিভিতে সেই ছবি দেখে রীতিমতো উদ্বিগ্ন হন রূপালি দেবী৷ সংবাদ মাধ্যমে এই মায়ের ছেলের জন্য উদ্বেগের কথা তুলে ধরা হয়৷ তিনি বাবুলের কাছে আর্জিও জানান ছেলেকে ক্ষমা করে দেওয়ার জন্য৷ তিনি জানান, উনি যেন ছেলেকে পুলিশে না দিয়ে ক্ষমা করে দেন, কারণ পুলিশে দিলে ছেলের পড়াশোনা এবং জীবন যেন শেষ হয়ে যাবে। ক্যান্সার আক্রান্ত মায়ের আর্জির কথা জানতে পেরে ইতিবাচক সাড়া দিতে দেখা গিয়েছে বিশিষ্ট গায়ক তথা কেন্দ্রীয় মন্ত্রীকে৷ বাবুল সুপ্রিয় ফেসবুকে মারফত নিগ্রহকারীর মাকে আশ্বস্ত করার বার্তা দিয়েছেন৷ শুধু তাই নয় সেই বার্তায় কেন্দ্রীয় মন্ত্রী তাঁকে মাসিমা বলে সম্বোধন করে ওই লেখার শেষে তাঁকে প্রণামও জানিয়েছেন৷ বাবুল আশা করছেন এই ভুল থেকেই ওই ছেলেটি শিক্ষা নেবে৷ বাবুল লিখছেন, চিন্তা করবেন না মাসিমা আমি কোনো ক্ষতি করবোনা আপনার ছেলের !! ওর ভুল থেকে ও শিক্ষ্য নিক এটাই চাই ! আমি নিজে কারো বিরুদ্ধে কোনো FIR তো করিইনি কারোকে করতেও দিইনি আপনি দুশ্চিন্তা করবেন না তাড়াতাড়ি সেরে উঠুন মাসিমা ! আমার প্রণাম নেবেন৷ এন এইচ, ২২ সেপ্টেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2VfNuig
September 22, 2019 at 11:09AM
22 Sep 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top