চ্যাম্পিয়ন্স লিগের বি গ্রুপের ম্যাচে ৫-০ গোলের বড় ব্যবধানে রেড স্টার বেলগ্রেডকে উড়িয়ে দিয়েছে টটেনহাম হটস্পার। গ্রুপের অপর ম্যাচে অলিম্পিয়াকোসের বিপক্ষে ৩-২ গোলের কষ্টার্জিত এক জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে দাপট দেখিয়েই খেলেছে টটেনহাম। প্রথমার্ধেই তারা এগিয়ে যায় ৩-০ গোলে। ৯ মিনিটের মাথায় গোল করেন হ্যারি কেইন। ১৬ আর ৪৪ মিনিটে জাল কাঁপান দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন হিউং-মিন। দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটের মাথায় গোল করেন এরিক লামেলা। ম্যাচের শেষ দিকে ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে টটেনহাম হটস্পার। গ্রুপের আরেক ম্যাচে বেশ ঘাম ঝরিয়ে অলিম্পিয়াকোসকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ম্যাচে প্রথমে এগিয়ে যায় অলিম্পিয়াকোসই। ২৩ মিনিটের মাথায় গোল করেন ইউসেফ আল আরাবি। রবার্ট লেভানডোভস্কির গোলে ৩৪ মিনিটে সমতায় ফেরে বায়ার্ন। দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটে আরও এক গোল করেন লেভানডোভস্কি। ৭৫ মিনিটে ব্যবধান ৩-১ করেন বায়ার্নের করিনতোন তলিসো। এর চার মিনিট পর (৭৯ মিনিটে) আবারও গোল করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে এনেছিলেন অলিম্পিয়াকোসের সান্তোস তোরেস। তবে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। স্বস্তির এই জয়ে ৩ ম্যাচের সব কটি জিতে ৯ পয়েন্ট নিয়ে বি গ্রুপে শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। ৩ ম্যাচে ১ জয় ও ১ ড্রতে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে টটেনহাম। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৩ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/31zWkIZ
October 23, 2019 at 08:33AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top