ঢাকা, ১৭ অক্টোবর- ঢাকাই সিনেমার স্বর্ণযুগের জনপ্রিয় খল অভিনেতা সাদেক বাচ্চু। অভিনয় করেছেন পাঁচশতাধিকেরও বেশি ছবিতে। শক্তিমান অভিনেতা রাজীব, হুমায়ুন ফরিদিদের সাথে পাল্লা দিয়ে অভিনয় করা সাদেক বাচ্চু এখন সময় কাটান ঘরে বসে পরিবারের সাথে আর লেখালেখি করে। তাকে আর অভিনয়ে দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে সাদেক বাচ্চু বলেন, ইচ্ছা থাকলেও অভিনয়ে হয়তো আর দেখা যাবে না আমাকে। সিনেমাও এখন হচ্ছে না বললেই চলে। এখনকার পরিকল্পনা কী জানতে চাইলে তিনি বলেন, আমরা স্বল্প সময় নিয়েই এ পৃথিবীতে আসি। চলে যেতে হবে এ ভাবনা এখন মাথায়। তাই অভিনয়ে দেখা যাবে না খুব একটা। এখন নামাজ-কালাম পড়ি। আল্লাহর কাছে ক্ষমা চাই, আর মৃত্যুর জন্য অপেক্ষা করছি। তিনি বলেন, এমন একটা সময় গেছে ভোরবেলা ঘুম থেকে জেগে বাসা থেকে বের হতাম। পাঁচ থেকে ছয়টি শুটিং সেটে কাজ করতাম। নিজের শরীর কিংবা পরিবারের দিকেও তাকাতাম না। কাজ করতাম দর্শক ও নির্মাতাদের কথা চিন্তা করে। এখন কারও কথাই চিন্তায় আসে না। কারণ এখন আর হাতে কাজ নেই। কথাগুলো বলার সময় চোখ ছলছল করছিল একসময়ের জনপ্রিয় এই অভিনেতার। ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত রামের সুমতি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয় সাদেক বাচ্চুর। সেই শুরু এরপর অভিনয় করেছেন প্রায় পাঁচশতাধিক ছবিতে। আর/০৮:১৪/১৭ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OQbyHg
October 17, 2019 at 09:50AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top