ইসলামাবাদ, ২৭ অক্টোবর- স্পট ফিক্সিংয়ে দোষী সাব্যস্ত হয়ে পাকিস্তানের নিষিদ্ধ ক্রিকেটার সালমান বাটের জাতীয় দলে ফেরার সম্ভাবনা বাড়ছে। তাকে জাতীয় দলে ফেরার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছেন পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের নবনিযুক্ত প্রধান নির্বাচক এবং কোচ মিসবাহ উল হক। স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার কারণে যে নিষেধাজ্ঞা ছিল বাটের ক্রিকেট ক্যারিরিয়ারে তা উঠে গেছে ২০১৬ সালেই। তারপর থেকে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে রান পাচ্ছেন বাট। তারই সুবাদে জাতীয় দলের দরজা আবারও খুলতে পারে তার জন্য। পাকিস্তানের এক সংবাদমাধ্যমে মিসবাহ জানান, শান মাসুদ, ইমামউলহক, আবিদ আলিসহ যারা ঘরোয়া ক্রিকেটে ভালো করছেন এবং সেই সঙ্গে যাদের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে তাদের সবাইকে বিবেচনায় আনা হবে। সালমান বাটের নামও বিবেচনা করা হচ্ছে। তরুণদের মধ্যে যারা আছেন তারা ক্লিক না করলে সালমান বাট আবারও জাতীয় দলের হয়ে খেলতে পারেন। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৮:১৪/২৭ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NfRb3F
October 27, 2019 at 10:13AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top