ইসলামাবাদ, ১০ অক্টোবর- তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকেই হোয়াইটওয়াশ করে ছাড়ল শ্রীলঙ্কা। বুধবার (৯ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানকে ১২ রানে হারিয়ে ধবল ধোলাইয়ের লজ্জায় ফেলল শ্রীলংকা। আগের দুই ম্যাচের উইনিং কম্বিনেশন ভেঙে এই ম্যাচের আগে মূল একাদশে পাঁচটি পরিবর্তন এনেছিল শ্রীলঙ্কা। আবার টস জেতার পর টানা তৃতীয়বারের মতো পরে ব্যাট করার সিদ্ধান্তও নিয়েছিল। লঙ্কান ব্যাটসম্যানরা অধিনায়কের মান রাখতে পারেন নি। ১৪৭ রানেই গুটিয়ে যায় লঙ্কান ব্যাটিং লাইনআপ। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেন ফার্নান্দো, দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন পেরেরা। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আমির ৩টি উইকেট নেন। টার্গেট খুব বেশি না হলেও বোলাররা লঙ্কান অধিনায়কের মুখে হাসি ফুটিয়েছেন। মাত্র ১৩৪ রানেই তারা বেঁধে ফেলেছেন পাকিস্তানকে। পাকিস্তানের পক্ষে হারিস সোহেলের কষ্টার্জিত ৫২ রান ছাড়া আর বলার মতো তেমন কোনো পারফরম্যান্স নেই। লঙ্কান বোলার ডি সিলভা ৩টি উইকেট নিয়ে এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সূত্র: বিডি২লাইভ আর/০৮:১৪/১০ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/32cR2od
October 10, 2019 at 05:18AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top