মুম্বাই, ০১ অক্টোবর - ফুটপাত থেকে বলিউডের প্লেব্যাক গায়িকা বনে গেছেন রানু মণ্ডল। পশ্চিমবঙ্গের রাণাঘাট স্টেশনে গান গেয়ে সাহায্য চাওয়া রানু মণ্ডল লতা মঙ্গেশকরের একটি গান গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে যান। তারপর বলিউড যাত্রায় প্রথম গান রেকর্ড করেন প্রখ্যাত সুরকার, সংগীত শিল্পী, সংগীত পরিচালক ও অভিনেতা হিমেশ রেশমিয়ার সঙ্গে। এবার একধাপ এগিয়ে বলিউডের কিংবদন্তি গায়ক উদিত নারায়ণের সঙ্গে গলা মেলালেন রানু। গত ২৮ সেপ্টেম্বর ছিল লতা মঙ্গেশকরের জন্মদিন। আরতাকে সম্মান জানিয়েই রেকর্ড করা হলো রানু মণ্ডলের নতুন গান। ছবিটির নায়ক ও সঙ্গীত পরিচালক হিমেশ রেশমিয়া নিজেই গান রেকর্ডের সেই ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা যায়, তেরি মেরির রেকর্ডিংয়ের সেটেই নতুন গান রেকর্ড করছেন উদিত নারায়ণ। সঙ্গে আছেন রানু মণ্ডলও। এরপর এতে যোগ দিলেন হিমেশ রেশমিয়া। সবার শেষে গাইলেন পায়েল দেব। সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলের নজর কেড়েছে এই ভিডিও। হিমেশ জানান, আগের দুই গানের মতোই তার আসন্ন সিনেমা হ্যাপি হার্ডি অ্যান্ড হিরের জন্যই এ গানটি রেকর্ড করা হলো। আর এই নতুন গানে ইন্ডাস্ট্রির কিছু বিশেষ ও অন্য ধরনের প্রতিভাদের একসঙ্গে চেয়েছিলেন তিনি। আর সেই উদ্দেশ্যেই উদিত নারায়ণ আর পায়েল দেবকে গান গাইতে অনুরোধ করেন। আর সঙ্গে তার প্রিয় রানু মণ্ডল তো ছিলেনই। এন এইচ, ০১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2oOZDyl
October 01, 2019 at 08:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top