ঢাকা, ৩১ অক্টোবর- তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। কারণ জুয়াড়ির কাছ থেকে তিনবার প্রস্তাব পেয়েও সেটি বিসিবি বা আইসিসি কাউকেই জানাননি তিনি। সাকিববের শাস্তি ব্যাপারে কঠোর অবস্থানে ছিল আইসিসি। কারণ ম্যাচ পাতানো নিয়ে কমপক্ষে ২৫টি সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন তিনি। সাকিব এর আগে ২০০৮ সালে প্রস্তাব পেয়ে আকসুকে জানালেও এবারে কোনো কারণে তিনি চুপ ছিলেন। কাউকে জানানোর প্রয়োজন বোধ করেননি। তবে প্রশ্ন এখন, কে এই আগারওয়াল? যার জন্যই সাকিবকে আজ এমন পরিস্থিতির মোকাবিলা করতে হচ্ছে। তিনি হলেন কালো তালিকাভুক্ত এক ভারতীয় ক্রিকেট জুয়াড়ি। স্পট ফিক্সিংয়ের জগতে সুপরিচিত এই মুখকে অনেক দিন হলো চোখে চোখে রেখেছে আইসিসিরি দুর্নীতি দমন বিভাগ (আকসু)। কারণ আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সব বিভাগেই তিনি অনেকবারই স্পট ফিক্সিংয়ের চেষ্টা করেছেন। জুয়াড়ি ব্যক্তিরা সাধারণত প্রচণ্ড ক্ষমতাশালী হন বা এমন ব্যক্তিদের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা থাকে। আন্ডারওয়ার্ল্ডেও তাদের যোগসূত্র থাকে। ক্রিকেট বিশ্বের কাছে এই মুহূর্তে এক রহস্যময় চরিত্র হলেন দীপক আগারওয়াল। তার সঙ্গেই হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে ফেঁসে গেছেন সাকিব আল হাসান। যদিও বাজিকরদের দুনিয়ায় তিনি মোটেও অপরিচিত কেউ নন। সাম্প্রতিক সময়ে বেশ অনেকবারই তার নাম উচ্চারিত হয়েছে। প্রথমে তার নাম শোনা যায় ২০১১ সালের এপ্রিলে। সেবার ক্রিকেট জুয়ার সঙ্গে জড়িয়ে দুই জন আত্মহত্যা করেন। একজন হলেন ২৫ বছর বয়সী আশীষ কান্টালিয়া। আরেকজন ছিলেন বিজয় কুমার। উদয়পুরের ঘণ্টাঘরে নিজের বাড়িতে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। ২৯ বছর বয়সী বিজয় ক্রিকেটার ছিলেন। যাওয়ার আগে একটা সুইসাইড নোট লিখে গিয়েছিলেন। সেখানে জানিয়েছিলেন, এক বাজিকরের কাছ থেকে ৫ লাখ টাকা ধার নিয়েছিলেন। ধার শোধ করতে পারছিলেন না, হুমকি-ধমকি পাচ্ছিলেন। আর সেসব সহ্য করতে না পেরেই মৃত্যুকে বরণ করে নেন। উদয়পুর পুলিশের তখনকার অতিরিক্ত এসপি তেজরাজ সিং গণমাধ্যমকে জানিয়েছিলেন, এই বাজিকরই দীপক আগারওয়াল। প্রচণ্ড ধুরন্ধর এই লোকের ছায়া পড়েছিল বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)। সেটা ২০১৩ সালের ঘটনা। তখন বিসিসিআই এর সভাপতি ছিলেন এন শ্রীনিবাস। সেই সময়েই ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানোয় গ্রেফতার করা হয় শ্রীনিবাসেরই জামাতা গুরুনাথ মায়াপ্পানকে। আরো গ্রেফতার হন বলিউডের অভিনেতা বিন্দু দারা সিং। দুজনকেই জেরা করে নাকি ঘটনাগুলোর সঙ্গে এই আগারওয়ালের সম্পৃক্ততার কথা জানা যায়। ২০১৭ সালের এপ্রিলে ভারতের রায়গড় থেকে তিনি আরো দুজনসহ গ্রেফতারও হয়েছিলেন। জেল হয়েছে। যদিও ছাড়া পেয়েই আবার পুরনো ব্যবসায় মন দেন। একপর্যায়ে তার চোখ যায় সাকিবের দিকে। বাকি ফলাফলটা তো সবারই জানা। কেউ কেউ দাবি করেন, এই মানুষটার আরেক নাম নাকি বিক্রম আগারওয়াল। জুয়ার আড়ালে হোটেল ব্যবসা করেন। চেন্নাইয়ে তার দুটি পাঁচ তারকা হোটেল থাকারও খবর পাওয়া গেল। হোটেল ব্যবসা করেই ব্যবসায়ী দুনিয়ায় প্রবেশ করেন। সেখান থেকে হুট করে আরো বেশি আর্থিক মুনাফার আশায় ক্রিকেট জুয়ার দুনিয়ায় পা রাখেন। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/৩১ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JDCerf
October 31, 2019 at 09:13AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.