ঢাকা, ১৩ অক্টোবর- শোবিজ অঙ্গনের তারকাদের বিয়ে-বিচ্ছেদের খবর এখন আর নতুন কিছু নয়। তাদের নিয়ে গুঞ্জনও নেহাত কম না। শোবিজ পাড়ায় কদিন ধরে গুঞ্জন উঠেছে, চিত্রনায়িকা জলির বাগদান ভেঙে গেছে। চলতি বছরের ১৬ মে ঘরোয়া পরিসরে ব্যবসায়ী আরাফাত রহমানের সঙ্গে বাগদান হয় চিত্রনায়িকা জলির। ওই সময় বাগদানের বিষয়টি জলি সবাইকে জানিয়েছিলেন। বলেছিলেন, খুব শিগগিরই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। কিন্তু কিছুদিন ধরে শোনা যাচ্ছে ভিন্ন কথা। বিষয়টি নিয়ে জলির সঙ্গে যোগাযোগ করা হলে এ প্রতিবেদককে তিনি বলেন, এমন একটি সংবাদ দেখে, আমি নিজেও অবাক হয়েছি। এই সংবাদের কোনো ভিত্তি নেই। এটি ভিত্তিহীন একটি খবর। তিনি আরও বলেন, আমার বাগদানের খবরটি কিন্তু আমি সবাইকে দিয়েছিলাম। যদি এমন কিছু হতো, তবে এই খবরটিও আমি দিতাম। আমাদের বাগদান ভাঙেনি, কোনো মান-অভিমানও হয়নি। সব কিছু স্বাভাবিক আছে। এমন সংবাদ শ্বশুরবাড়ির লোকজনদের নজরে আসলে, তারা বিষয়টি ভালোভাবে নাও নিতে পারে। দয়া করে এসব গুজব ছড়াবেন না। অনেকেই বলছে, হবু বর আরাফাত রহমানের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই খবরটি কি তাহলে পুরোপুরি মিথ্যে? এমন প্রশ্নের জবাবে জলি বলে, হ্যাঁ, এটি মিথ্যে সংবাদ। সব কিছু ঠিকঠাক আছে। আমাদের মধ্যে কোনো সমস্যা নেই। উল্লেখ্য, অঙ্গার ছবির মধ্য দিয়ে চিত্রনায়িকা হিসেবে অভিষেক হয় জলির। এতে তার বিপরীতে অভিনয় করেন কলকাতার নায়ক ওম। এরপর আরিফিন শুভর বিপরীতে তিনি অভিনয় করেন নিয়তি ছবিতে। সর্বশেষ তার অভিনীত ছবি মেয়েটি এখন কোথায় যাবে। আর মুক্তির অপেক্ষায় আছে বেলাল সানির ডেঞ্জার জোন ছবিটি। এতে তার বিপরীতে আছেন বাপ্পি চৌধুরী। আর/০৮:১৪/১৩ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/32c9ywQ
October 13, 2019 at 09:24AM
13 Oct 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top