লন্ডন, ৪ অক্টোবর- নানা আলোচনা-সমালোচনার মাঝের এবার একশ বলের ক্রিকেট টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এরইমধ্যে দলের নাম, লোগো, জার্সি উন্মোচন হয়েছে। আনুষ্ঠানিকভাবে হয়েছে খেলোয়াড় অন্তর্ভুক্তিও। প্রাথমিকভাবে দেশীয় ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে দলগুলো। এদিকে, ইংলিশদের প্রতিবেশী আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসও আন্তর্জাতিক ক্রিকেটে আরও মনোযোগী হতে চায়। সে হিসেবে তারা আমন্ত্রণ জানাচ্ছে পাকিস্তানকে। সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্তততর হচ্ছে ক্রিকেট। বাণিজ্যের ডামাঢোলে কিংবা দর্শকের চাহিদার খোঁজে। যেমনই হোক, পাঁচদিনের টেস্ট থেকে একদিনের ক্রিকেট, এরপর তিন ঘন্টার টি-টোয়েন্টির পর এবার আসছে একশো বলের ক্রিকেট। যেখানে থাকছে নানা নতুন নতুন নিয়ম। মূলত ১৬ ওভারের ম্যাচ, শেষ ওভার হবে ১০ বলের। আছে ভ্রু কোঁচকানো আরো কিছু নিয়ম। ক্রিকেটের জনক ইংল্যান্ড নতুন সংস্করণটিরও উদ্ভাবক। এই সংস্করণ নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। প্রতিবাদ জানিয়েছেন বেশিরভাগ ক্রিকেটারই। সাধুবাদও জানিয়েছেন দু-একজন। এতসবের থোড়াই কেয়ার ইংলিশ বোর্ডের। নতুন সংস্করণের যাত্রা শুরু করে দিয়েছে তারা আনুষ্ঠানিকভাবে। নিজেদের দেশে ১০০ বলের টুর্নামেন্ট আয়োজন করছে ইংল্যান্ড। দল চূড়ান্ত হয়েছে আটটি। বিভিন্ন রাজ্যের দলের নামগুলোও বেশ চমৎকার। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে লোগো, জার্সি উন্মোচন হয়েছে। নিজেদের পছন্দমতো ৫জন করে ক্রিকেটার দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে বেন স্টোকসের ঠিকানা নর্দার্ন সুপারচার্জার্স, জো রুট খেলবেন ট্রেন্ট রকেটসে। বেয়ারস্টোর ঠিকানা ওয়েলশ ফায়ার আর এউইন মরগ্যান খেলবেন লন্ডন স্পিরিটে। দুই টেস্ট ক্রিকেটার জেমস অ্যান্ডারসন আর স্টুয়ার্ট ব্রডকে খেলার পরিবর্তে টুর্নামেন্টটির প্রচারণায় দেখতে চায় ইংলিশ ক্রিকেট বোর্ড। ইংলিশরা যখন নতুন নতুন সংস্করণ চালুতে ব্যস্ত, প্রতিবেশী আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডও মনোযোগী হচ্ছে ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক হতে চায় তারা। তাইতো এবার পাকিস্তানকে আমন্ত্রন জানাচ্ছে দেশ দুটি। আগামী বছরের জুলাইয়ে নেদারল্যান্ডসে তিনটি ওয়ানডে এবং আয়ারল্যান্ডে দুটো টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ভেন্যু-দিনক্ষণ সবই চূড়ান্ত। পাকিস্তানের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পাচ্ছে ডাচরা। অন্যদিকে প্রথম টি-টোয়েন্টি সিরিজে পাকদের মুখোমুখি হচ্ছে আইরিশরা। দুই দলের জন্যে যেমন সুযোগ তেমনি পাকিস্তানও উদ্দেশ্যবিহীন নয়। জুলাইয়ে দুই দেশে ম্যাচ খেলেই পরের মাসে ইংলিশদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের প্রস্তুতি নিতে চায় মিসবাহ বাহিনী। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৮:১৪/৪ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2o3Wnzk
October 04, 2019 at 07:06AM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের সূচি প্রকাশ
07 Oct 20200টিঢাকা, ০৭ অক্টোবর- শ্রীলংকা সফর না হওয়ায় ঘরোয়া ক্রিকেট শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মূল ক্...আরও পড়ুন »
বার্তামেউয়ের বিরুদ্ধে অনাস্থা ভোট!
07 Oct 20200টিবার্সেলোনার বোর্ড নির্বাচন আগামী মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা। ওই সময়ই ঠিক হওয়ার কথা জোসেপ মারিও বার্তা...আরও পড়ুন »
বেতন কাটা নিয়ে বার্সার আলোচনা শুরু
07 Oct 20200টিকরোনার কারণে গত মার্চ থেকে কমাস ফুটবল বন্ধ ছিল। এ সময় বড় ক্লাবসহ বিশ্বের অধিকাংশ ক্লাবই ফুটবলারদের ব...আরও পড়ুন »
অস্ট্রেলিয়া-ভারত গোলাপি বলের টেস্ট চূড়ান্ত
07 Oct 20200টিক্যানবেরা, ০৭ অক্টোবর- এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া ও ভারতের চার টেস্টের সিরিজ দিবারাত্রির ম্যাচ দিয়...আরও পড়ুন »
নারীর প্রতি মনোভাব বদলের ডাক মাশরাফীর
07 Oct 20200টিঢাকা, ৭ অক্টোবর- উদ্বেগজনক হারে বাড়ছে নারীর প্রতি সহিংসতার হার। সিলেটে এমসি কলেজসহ নোয়াখালীর বেগমগঞ্...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.