ঢাকা, ১৪ অক্টোবর - দর্শকদের সঙ্গে সরাসরি আড্ডায় মেতে উঠবেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। কথা বলার পাশাপাশি ভক্তরা চাইলে জানতে পারবেন নানা প্রশ্নের উত্তর। আর এই সুযোগটি করে দিচ্ছে রবি-এয়ারটেল ও লাইভ এন্টারটেইনমেন্ট। আগামীকাল রাত ৮টায় যেকোনো রবি অথবা এয়ারটেল নম্বর থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই এই অভিনেত্রীর সঙ্গে কথা বলা যাবে। এ বিষয়ে পূর্ণিমা বলেন, দর্শকের সঙ্গে আড্ডা দেওয়ার দারুণ একটা সুযোগ পেয়েছি। আগামী ১৫ অক্টোবর ঠিক রাত ৮টায় স্টার জোন সার্ভিসে আমি থাকব। শুধু দর্শকের সঙ্গে আড্ডা দিতে। আমি রেডি, আপনারা রেডি তো? এর আগেও দেশের জনপ্রিয় অনেক তারকা হাজির অংশ নিয়েছেন এই আয়োজনে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে পূর্ণিমাও। এদিকে, মাত্র ১৬ বছর বয়সে রূপালি ভূবনে পা রাখেন পূর্ণিমা। ১৯৯৭ সালে জাকির হোসেন রাজুর এ জীবন তোমার আমার ছবির মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক। এতে তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক রিয়াজ। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা। এন এইচ, ১৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33xSCRt
October 14, 2019 at 09:02AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top