লন্ডন, ৯ অক্টোবর- সম্প্রতি পাকিস্তানের কাশ্মীরের মিরপুর অঞ্চলে ৫.৮ মাত্রার ভূমিকম্প হয়। এতে ৩৭ জন মানুষ প্রাণ হারান, পাঁচ শতাধিক মানুষের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনে ইংল্যান্ড থেকে পাকিস্তানের কাশ্মীর সফরে যান ইংলিশ তারকা ক্রিকেটার আদিল রশিদ। ইংল্যান্ডের তারকা লেগ স্পিনার আদিল রশিদ বলেছেন, আজাদ কাশ্মীরের মিরপুরে আমার বাবা-মা জন্মেছিলেন, তাই এখানের মানুষের প্রতি আমার বিশেষ ভালোবাসা আছে। পাকিস্তানি বংশোদ্ভূত ইংল্যান্ড তারকা আদিল রশিদ ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শনকালে সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন। অসহায় মানুষকে প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দিয়ে হেল্প করেন। তার সেই ছবিগুলো টুইটারে শেয়ার দেয়া হয়। প্রসঙ্গত, ২০০৯ সালের জুলাই থেকে এ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১৯টি টেস্ট, ৯৯টি ওয়ানডে আর ৩৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৩৯ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ১ হাজার ১৩৬ রান সংগ্রহ করেন আদিল রশিদ। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/৯ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Mp8PBB
October 09, 2019 at 05:44AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top