ঢাকা, ৩০ অক্টোবর- জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেছেন, সাকিব আল হাসান এমন ভুল করবে তা কখনও আশা করিনি। তবে এখন তার পাশে থাকা আমাদের সবার দায়িত্ব। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ২০১৩ সালে মোহাম্মদ আশরাফুল যে ম্যাচে ফিক্সিংয়ের জন্য নিষিদ্ধ হয়েছিলেন, সেই ম্যাচেই সাকিব ব্যাট-প্যাড ছুড়ে বলেছিলেন, এটা তো ফিক্সিং হচ্ছে। গত বছর আশরাফুলের নিষেধাজ্ঞা উঠে যায়। এরপর মাঠে ফিরলেও সাকিবসহ কয়েকজন ফিক্সিং করা আশরাফুলকে মেনে নিতে পারেননি। অথচ সেই সাকিবই মঙ্গলবার এক বছর সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন। জুয়াড়িদের কাছ থেকে তিনবার ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আইসিসিকে জানাননি সাকিব। ভারতের জুয়াড়ি দিপক আগারওয়াল ও সাকিবের সঙ্গে হোয়াটসঅ্যাপে আলোচনা হতো। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/৩০ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PuhPbV
October 30, 2019 at 05:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top