ঢাকা, ২৫ অক্টোবর - বয়স বেশি না কেবল ৯। এই বয়সেই জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করে ফেললেন; সেই সঙ্গে নতুন রেকর্ডও করেছেন নারায়ণগঞ্জের মনন রেজা নীড়। এর আগে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ সবচেয়ে কম বয়সে জাতীয় দাবায় খেলেছিলেন। মজার বিষয় হচ্ছে নীড় নারায়ণগঞ্জের হলেও এবার চট্টগ্রামের হয়ে খেলছেন ৪৫তম জাতীয় দাবার বাছাই পর্ব। নারায়ণগঞ্জ দলে কোয়ালিফাই করতে না পারায় তাকে চট্টগ্রাম দাবা দলে খেলার সুযোগ করে দেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম। আর সুযোগ পেয়েই চকম দেখিয়েছেন এ কিশোর। মোট ১২৯ জন দাবাড়ুর মধ্যে ষষ্ঠ হয়ে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন। এ রেকর্ড গড়ার পথে নীড় যাদের হারিয়েছেন তাদের উল্লেখযোগ্য হলেন দুইবারের সাবেক জাতীয় চ্যাম্পিয়ন ফিদে মাস্টার রেজাউল হক ও সাবেক জাতীয় দলের ফিদে মাস্টার সাইফউদ্দিন লাভলু। সূত্র : ঢাকাটাইমস এন এইচ, ২৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2pMYqZ5
October 25, 2019 at 10:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top