লাহোর, ৬ অক্টোবর- টি-টুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করার রেকর্ড গড়লেন পাকিস্তানি পেসার মোহাম্মদ হাসনাইন। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১৯ বছর বয়সে নিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতেই এই রেকর্ড গড়লেন তিনি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ে নামা পাকিস্তানের ১৬তম ওভারের শেষ বলে শ্রীলঙ্কার অভিষিক্ত রাজাপাকসে কে এলবিডব্লুর ফাঁদে ফেলে আউট করেন হাসনাইন। এরপর ইনিংসের ১৯তম ওভারে বোলিংয়ে এসে প্রথম দুই বলে শানাকা ও জয়সুরিয়াকে আউট করে হ্যাটট্রিক করেন হাসনাইন। নিজের হ্যাটট্রিকের কথা হয়ত নিজেও বুঝতে পারেননি তিনি। কেননা তিন ওভার আগে নিয়েছিলেন আগের উইকেট টি। পাকিস্তানের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিকে হ্যাটট্রিক করার রেকর্ড গড়লেন মোহাম্মদ হাসনাইন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নবম বোলার হিসেবে এ রেকর্ডে নাম লেখালেন তিনি। তবে সবার চেয়ে কম ম্যাচ আর কম বয়সে এ রেকর্ড একমাত্র হাসনাইনেরই। তবে হাসনাইনের দুর্দান্ত হ্যাটট্রিকের পরেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় জয়ের দেখা পায়নি পাকিস্তান। ৬৪ রানের বড় পরাজয় হজম করতে হপ্যেছে তাদের। শ্রীলঙ্কার দেয়া ১৬৫ রানের জবাবে তারা অলআউট হয়েছে মাত্র ১০১ রানে। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/৬ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MfyDAd
October 06, 2019 at 05:15AM
06 Oct 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top