ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে শুরুর একাদশে খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। ইনজুরি কাটিয়ে সে ম্যাচের মধ্য দিয়েই প্রথমবারের মতো পুরো ম্যাচ খেলার কথা ছিলো তার। কিন্তু ইনজুরির কারণে প্রথমার্ধের বিরতির পর আর খেলতে পারেননি মেসি। সেই ম্যাচের পর মেসির ইনজুরির ব্যাপারে ধোঁয়াশায় ছিলেন খোদ বার্সা কোচ আর্নেস্ত ভালভার্দেও। লিগে গেতাফের বিপক্ষে ম্যাচের আগের দিন জানিয়েছিলেন, কবে মাঠে ফিরবেন মেসি? তা তিনি জানেন না। তবে খুব বেশি দীর্ঘায়িত হলো না মেসির জন্য অপেক্ষা। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচের জন্য ঘোষিত ২০ সদস্যের স্কোয়াডে রয়েছেন মেসি। তার সঙ্গে দলে ফিরেছেন তরুণ ফরোয়ার্ড ওসুমানে দেম্বেলেও। বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ইন্টারের মুখোমুখি হবে বার্সেলোনা। নিজেদের প্রথম ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে গোলশূন্য ড্র করায় এ ম্যাচে জয়ে ফিরতে চায় স্প্যানিশ ক্লাবটি। ইন্টার ম্যাচের জন্য বার্সা স্কোয়াড গোলরক্ষক - টের স্টেগান, নেতো ডিফেন্ডার - নেলসন সেমেদু, মৌসা ওয়াগ, জেরার্ড পিকে, ক্লেমেন্ত লংলে, ক্লেইর তদিবো এবং জুনিয়র ফিরপো মিডফিল্ডার - সার্জিও বুসকেটস, ইভান র্যাকিটিচ, আর্থুর মেলো, সার্জিও রবার্তো, ফ্র্যাঙ্কি ডি ইয়ং, চার্লস অ্যালেনা এবং আর্তুরো ভিদাল ফরোয়ার্ড - লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, অ্যান্তনিও গ্রিজম্যান, ওসুমানে দেম্বেলে এবং চার্লস পেরেজ সূত্র : জাগো নিউজ এন এইচ, ০২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2pb88ny
October 02, 2019 at 10:10AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top