ঢাকা, ১৩ অক্টোবর- আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজের পর থেকেই আর খেলা নেই জাতীয় দলের। পরবর্তী মিশন নভেম্বর ভারত সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। তাই জাতীয় দলের অবসরের সময়ে নিজ আগ্রহেই শ্রীলঙ্কায় এ দলের খেলা দেখতে চলে গিয়েছিলেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। সেখানে তিনি মাঠে বসে দেখেছেন চারদিনের ম্যাচ দুইটি। এরপর আবার ফিরে গেছেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকায়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করে আজই (রোববার) দেশে ফিরেছে বাংলাদেশ এ দল। কিন্তু দলের সঙ্গে দেখা যায়নি হেড কোচ ডমিঙ্গোকে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে রাসেল ডমিঙ্গো ফিরবেন কবে? জাগো নিউজের করা এ প্রশ্নের উত্তর দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি জানিয়েছেন আপাতত অল্প কয়েকদিন ছুটিতে আছেন ডমিঙ্গো। আগামী ২৪ অক্টোবর দেশে ফিরবেন তিনি। পরে তার অধীনে ২৫ অক্টোবর থেকে শুরু হয়ে যাবে ভারত সফরের প্রস্তুতি। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/১৩ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OHRNl9
October 13, 2019 at 10:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top