ঢাকা, ২৩ অক্টোবর- বেতন বাড়ানোসহ ১১ দফা দাবিতে আন্দোলন করছেন সাকিব আল হাসানরা। টাইগারদের দাবি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মেনে না হয় অথবা ক্রিকেটাররা যদি ধর্মঘট প্রত্যাহার করে খেলায় না ফেরেন তাহলে বিরাট কোহলিদেরই লাভ। ভারত সফরে বাংলাদেশ দল টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ না নিলে বিরাট কোহলিরা ম্যাচ না খেলেই সিরিজ জিতে যাবে। সেক্ষেত্রে কোহলিরা পেয়ে যাবে ১২০ পয়েন্ট। ক্রিকেটারদের দাবি নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তারা আন্দোলন না করে ক্রিকেট বোর্ডকে বিষয়গুলো জানালে আমরা এমনেতেই তাদের দাবি মেনে নিতাম। তিনি আরও বলেন, আপনারাই অনেকবার আমাকে বলেছেন, পাপন ভাই এতকিছু করলেন ভারতে একটা সিরিজের ব্যবস্থা করেন। আমরা এত কষ্ট করে ভারতে একটা পূর্নাঙ্গ সিরিজের ব্যবস্থা করলাম। তাছাড়া এই সফরে দুটি টেস্ট ম্যাচ হবে, যা আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। অথচ এখন এই আন্দোলন! প্রসঙ্গত, আগামী মাসের ৩ নভেম্বর দিল্লিতে শুরু হতে বাংলাদেশ বমান ভারতের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সূত্র: যুগান্তর আর/০৮:১৪/২৩ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2W47Vz7
October 23, 2019 at 06:12AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top