ঢাকা, ২৯ অক্টোবর- ২ বছর আগে পেয়েছিলেন জুয়াড়ির ফোন। ফিক্সিংয়ে সাথে সাথে আপত্তি জানালেও জুয়াড়ির ফোন পাওয়ার বিষয়টি আইসিসির কানে দেননি সাকিব নিজে। এর ফলে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক। দেশের এক জাতীয় দৈনিক আজ এমন এক বিস্ফোরক তথ্য দিয়ে বলেন, তাঁকে সর্বোচ্চ ১৮ মাস নিষিদ্ধ করা হতে পারে বলে জানা গেছে। মূলত সন্দেহভাজন সেই জুয়াড়ির কল ট্র্যাকিং করে বিষয়টি নিশ্চিত হয়ে কিছুদিন আগে সাকিব আল হাসানের সঙ্গে কথা বলে আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট। এ প্রসঙ্গে এখনও খোলাসা করে কিছু বলেনি বিসিবি। তবে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আইসিসির কাছ থেকে এই বিষয়ে কোনো অফিসিয়াল অথ্য পাননি তাঁরা। এই বিষয়ে এখনই কিছু জানাতে পারছেন না তাঁরা। মঙ্গলবার (২৯ অক্টোবর) নিজ বাসভবনে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে পাপন বলেছেন, আমরা আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পাইনি। তাই এই ব্যাপারে কিছু বলতে পারছি না। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/২৯ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2opGDqj
October 29, 2019 at 09:07AM
29 Oct 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top