ইসলামাবাদ, ২৯ অক্টোবর - উপমহাদেশের দলগুলো বরাবরই অস্ট্রেলিয়ার মাটিতে সংগ্রাম করে। ব্যতিক্রম নয় পাকিস্তানও। ১৯৯৫ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে ১২ বার চেষ্টা করে একটি টেস্ট নিদেনপক্ষে ড্রও করতে পারেনি পাকিস্তান, হেরেছে সব কটিতেই। এমনকি ওয়াসিম আকরাম, ইনজামাম উল হক, শোয়েব আখতার, মোহাম্মদ ইউসুফ, ওয়াকার ইউনুস, মিসবাহ উল হক, ইউনিস খানের মতো ক্রিকেটারদের নিয়েও গত ২২ বছরে অস্ট্রেলিয়ায় সাফল্য পায়নি পাকিস্তান। সেই তুলনায় এবারের পাকিস্তান দলটি অনেকটাই অনভিজ্ঞ। অস্ট্রেলিয়া সফরের জন্য এবার চমক দেখিয়ে তারা টেস্ট দলে ডেকেছে নাসিম শাহ এবং মুসা খানের মতো তরুণদের। তবে তরুণ হলেও অস্ট্রেলিয়ার মাটিতে ঘাবড়ানো চলবে না, এমনই উপদেশবাণী পাকিস্তানের এক সময়ের মাঠ কাঁপানো পেসার শোয়েব আখতারের। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত এই পেসার মনে করছেন, তরুণদের উচিত মাঠে আগ্রাসী আচরণ দেখানো। এক মুহূর্তের জন্যও অস্ট্রেলিয়ার বিপক্ষে রক্ষণাত্মক হওয়া চলবে না, অনুজদের এমনটাই বলে দিলেন শোয়েব। শুধু তাই নয়, আরও একটি টোটকা দিলেন শোয়েব আখতার। যেটা শুনলে অনেকের খারাপ লাগতে পারে। কিন্তু পেস বোলারদের ভালো করার পেছনে কিন্তু ওই টোটকাটা ভালোই কাজ করে। শোয়েব বলেন, এই ঘোষণাটা (আচরণ) খুব গুরুত্বপূর্ণ। তাদের দুটি বল অবশ্যই ব্যাটসম্যানদের মাথায় অথবা ঘাড়ে লাগাতে হবে। আর অধিনায়কের উচিত এটা নিশ্চিত করা, যেন বোলারদের জন্য রক্ষণাত্মক কৌশল সাজানো না হয়। অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন সিরিজে দুটি টেস্ট খেলবে পাকিস্তান। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ নভেম্বর ব্রিসবেনের গ্যাবায়। সূত্র : জাগো নিউজ এন এইচ, ২৯ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/32XcYno
October 29, 2019 at 09:28AM
29 Oct 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top