লন্ডন, ২১ অক্টোবর- প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ১০০ বলের ক্রিকেট তথা দ্যা হান্ড্রেড টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফটে দল পেলেন না সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ড্রাফটে অবিক্রিত রয়ে গেছেন দুজনই। জানা গেছে, গতকাল রবিবার (২০ অক্টোবর) স্কাইয়ের স্টুডিওতে এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। ড্রাফটে দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তি মূল্য ১ লাখ পাউন্ড ধরা হয় সাকিবের। প্রথম থেকে চতুর্থ রাউন্ড পেরোলেও তাকে এদিন দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এ ছাড়াও সমমান ভিত্তি মূল্য ধরা হয় দেশসেরা ওপেনার তামিম ইকবালেরও। তাকেও দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এ ছাড়াও ড্রাফটে মুস্তাফিজুর রহমানের ভিত্তি মূল্য ধরা হয়েছে ৬০ হাজার পাউন্ড। মুশফিক, লিটন ও ইমরুলের ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার পাউন্ড। সাকিব-তামিম ছাড়াও প্লেয়ার্স ড্রাফটে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার সুখবর পাননি। বাংলাদেশি ক্রিকেটার ছাড়াও প্লেয়ার্স ড্রাফটে দল পাননি ক্রিস গেইল, কাগিসো রাবাদার মতো ক্রিকেটাররা। দ্য হান্ড্রেডে দল হচ্ছে আটটি। তাদের জন্য শর্ত হচ্ছে, সর্বোচ্চ ৩ জন করে বিদেশি ক্রিকেটার নিতে পারবে। মোট খেলোয়াড় সংখ্যা হবে ১৫ জনের। এর মধ্যে আট দলের জন্য আটটি জায়গা আগেই ঠিক করে রাখা। ড্রাফটের আগেই ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড়দের থেকে একজন করে দলভুক্ত করে নেয়ার সুযোগ পেয়েছে দলগুলো। বাকি স্থান পূরণ করা হয়েছে ড্রাফট থেকে। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/২১ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2MWii3S
October 21, 2019 at 08:55AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন