ঢাকা, ৩০ অক্টোবর- সাকিবের প্রতি অবিচার করা হয়েছে বলে মনে করেন ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার রাহুল দ্রাবিড়। তার মতে সাকিবকে লঘু পাপে গুরু দন্ড দেয়া হয়েছে। খবরটি প্রকাশের পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে দ্য ওয়াল তার টুইটার অ্যাকাউন্টে লিখেন, অবিশ্বাস্য! সাকিবের ওপর বেশি কঠোররতা হয়ে গেল না? সেকি ম্যাচ পাতানোর সাথে জড়িত ছিল? আমার মনে হয়, তার একমাত্র ভুল জুয়াড়ির প্রস্তাবের বিষয়টি আইসিসি ও এর দুর্নীতি দমন ইউনিটকে না জানানো। এ জন্য দুই বছরের নিষেধাজ্ঞা খুবই কঠোর শাস্তি হয়ে গেল। আমি আশা করবো যে আইসিসি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। সাবেক শ্রীলঙ্কান অলরাউন্টার রাসেল আরনল্ডও বিষয়টিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তিনি টুইটারে লিখেছেন, জুয়াড়ির প্রস্তাবের বিষয়ে রিপোর্ট না করার জন্য আরো একজন ক্রিকেটারের শাস্তি হলো। কিন্তু এই বিষয়গুলো যারা করছে তাদের কী হচ্ছে? কারা এই জুয়াড়ি? তাদের নাম প্রকাশ করা হোক। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/৩০ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2qWf74N
October 30, 2019 at 09:06AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন