মুম্বাই, ০৫ অক্টোবর - যশ চোপড়া মানেই সুপারহিট ছবির সম্রাট, তিনি একের পর এক দুর্দান্ত প্রেমের ছবি উপহার দিয়েছেন জনগণকে৷ সে আশি, নব্বই বা ২০০০ পার হয়ে গিয়েও তাঁর জনপ্রিয়তা দিনের পর দিন বেড়েই চলেছে৷ কখনও হিরো, কখনও দিল তো পাগল হ্যায়, কখনও দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে, বীরজারা, মোহাব্বতে, জব তক হ্যায় জান প্রভৃতি ছবি বারেবারে মন জয় করেছে সাধারণ মানুষের ৷ বিশেষত দিল তো পাগল হ্যায় ছবিতে রাহুল, নিশা ও পূজার দুরন্ত জুটিতে জমে উঠেছিল অনবদ্য ত্রিকোণ প্রেমের গল্প ৷ প্রতিটি গানই আজও প্রতিটি মানুষের মনে একইভাবে বিশেষ জায়গা করে নিয়েছে ৷ লেই দিল তো পাগল হ্যায় গানের দুই তরুণী নেচে ঝড় তুলেছেন ফেসবুকে ৷ তাঁদের নাচের সঙ্গে সঙ্গে বারেবারেই মনে করিয়ে দিয়েছে প্রায় দেড় দশকেরও আগের সেই সুপ্ত ভাললাগাকে উসকে দিয়েছে ৷ এরপরে ক্রমাগতই বাড়ছে ভিউ বিদ্যুতের গতিতে ৷ সব মিলিয়ে এক অন্য ভাললাগার সৃষ্টি করেছে ৷ এন এ/ ০৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2VbDqqu
October 05, 2019 at 08:04AM
05 Oct 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top