ঢাকা, ০৩ অক্টোবর- এখন বাংলাদেশ ও কলকাতায় সমান ভাবে জনপ্রিয় জয়া আহসান। এই বাংলাদেশে আছেন তো এই কলকতায় এভাবেই সময় কাটে তার। বর্তমানে বাংলাদেশেই রয়েছেন। আজ বিকেলে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে নতুন এক পণ্যের ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হবেন তিনি। তবে পূজা উপলক্ষে ওপার বাংলার ভক্তদের সঙ্গে পূজার আনন্দ ভাগ করে নিতে ভুলবেন না জয়া। তাই পূজার সময় কোনো শুটিং রাখেননি। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে পূজার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। জয়া আহসান বলেন, আমার কাছে ঈদ মানে বাংলাদেশ। দুর্গাপূজা মানে কলকাতা। আগেও পূজার সময় কলকাতায় থেকেছি। এ বছর পূজার সময়টায় শুটিং নেই। তাই দুর্গাপূজা নিয়ে অনেক পরিকল্পনা করেছি। জয়া আরও বলেন, অনেকগুলো ঢাকাই শাড়ি রয়েছে আমার। তার মধ্যে মসলিন, তাঁত, সিল্ক রয়েছে। সব উপহার পেয়েছি। সবকটাই পূজার সময় পরবো। একটাও মিস করব না। প্রতিদিন নতুন শাড়ি, পূজা পরিক্রমা, তাই চুটিয়ে প্যান্ডেল হপিং করব। দুর্গাপূজা বাঙালির প্রাণের উৎসব। আর আমার প্রাণ এপার-ওপার দুই বাংলা জুড়ে। সম্প্রতি কলকাতায় অতনু ঘোষ পরিচালিত রবিবার সিনেমায় নাম লিখিয়েছেন জয়া আহসান। এছাড়া কলকাতার সৌকর্য ঘোষাল পরিচালিত ভূত পরী সিনেমায় অভিনয় করছেন তিনি। আর/০৮:১৪/৩ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2o1z2hq
October 03, 2019 at 09:21AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top