ম্যাচের শুরুতেই গোল করে নিজেদের জয়যাত্রা অব্যাহত রাখারই ইঙ্গিত দিয়েছিল ইংল্যান্ড। কিন্তু বাকি সময়ে আর লক্ষ্যভেদ করতে না পারায় উল্টো ফিরতে হয়েছে পরাজয়ের গ্লানি নিয়ে। ইউরো বাছাইপর্বের ম্যাচে চেক রিপাবলিকের কাছে ১-২ গোলে হেরে গেছে ইংল্যান্ড। যেকোনো বড় টুর্নামেন্টের বাছাইপর্বে ২০০৯ সালের পর থেকে এটিই তাদের প্রথম হার। সেবার হেরেছিল ইউক্রেনের কাছে। মাঝের সময়টায় বাছাইপর্বে ইংল্যান্ডের সবচেয়ে বাজে ফলও ছিলো ড্র। অবশ্য ম্যাচ হারলেও শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। এ গ্রুপে ৫ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট তাদের। চেক রিপাবলিকের পয়েন্টও সমান ১২। তবে তারা খেলেছে ৬টি ম্যাচ এবং পিছিয়ে আছে গোল ব্যবধানে। চেক রিপাবলিকের মাঠে খেলতে গিয়ে পঞ্চম মিনিটেই গোল পেয়ে যায় ইংল্যান্ড। ডি-বক্সে লুকাস মাসোপুস্ট মিডফিল্ডার রাহিম স্টার্লিংকে ফাউল করলে পেনাল্টি পায় অতিথিরা। সফল স্পট কিকে বল জালে পাঠান ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। পুরো ম্যাচে এই একবারই উল্লাস করতে পেরেছে ইংলিশরা। কেননা নবম মিনিটেই তাদের গোল শোধ করে দেয় চেক রিপাবলিক। কর্ণার থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোলটি করেন জাকুব ব্রাবেক। এরপর চলতে থাকে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণ। যেখানে আধিপত্য বিস্তার করছিল চেক রিপাবলিকই। তবু মিলছিল না গোলের দেখা। অবশেষে ম্যাচের ৮৫ মিনিটে গিয়ে জয়সূচক গোলটি করেন জেডনেক আন্দ্রাসেক। এন এইচ, ১২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/32fHusA
October 12, 2019 at 08:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top